স্বরচিত কবিতাঃ শীতের সকাল 🥰
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগবাসী..........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে কম-বেশি সবারই অনেক ভালো লাগে। আমি নিজেও কবিতা লিখতে অনেক পছন্দ করি। শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আশা করি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
শীতের কুয়াশা ঢাকে গ্রাম,
মাঠের ঘাসে জমে শিশিরের নাম।
সূর্য ওঠে ধীরে, দেয় সোনালি আলো
নিস্তব্ধ প্রকৃতি যেন সাজে নুতন পালো।
খেজুর রসে ভরে মাটির হাড়ি,
চুলার ধোঁয়ায় ভিজে মায়ের বাড়ি।
নরম কাঁথায় জড়ানো সুখের বাসা,
পিঠে-পুলি মেখে ওঠে ভালোবাসা।
নদীর জলে কুয়াশার ঘন পরত,
নৌকার পালায় লেগে শীতের পরশ।
পাখির ডাকে ভাঙে সকালের ঘুম,
ধূসর ধানে জমে রোদ্দুরের ঝুম।
পিঠে বয়ে আনে শীতের ঋতু,
প্রকৃতির বুকে অদ্ভুত মিতু।
এই শীত যেন শান্তির গান,
জীবনের মঞ্চে এক মহোৎসবের বান।
মূলভাব:
শীতকাল প্রকৃতির এক মনোরম ঋতু, যা গ্রামীণ জীবন এবং প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে। কুয়াশা, শিশির, খেজুরের রস, পিঠে-পুলি এবং শীতের মিষ্টি পরিবেশে জেগে ওঠে শান্তি ও আনন্দ। শীতকাল জীবনের এক নিস্তব্ধ অথচ প্রাণবন্ত অধ্যায়, যেখানে প্রকৃতি ও মানুষের মধ্যে মিতালি গড়ে ওঠে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। শীতের প্রকৃতির মধ্য অন্যরকম একটা সৌন্দর্য থাকে। শীতের প্রকৃতির এই সৌন্দর্যগুলো আপনি কবিতার লাইনে তুলে ধরেছেন। ভালো লাগলো আপনার আজকের কবিতা পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার লেখা শীতের সকাল কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
অনেক ভালো লাগলো সুন্দরভাবে কবিতা লিখতে দেখে। শীতের সকাল চলে এসেছি আর এই সকালে খেজুরের রস সকলের কাছে জনপ্রিয়। শীতের সকাল নিয়ে বেশ অনেক কিছু উঠে এসেছে এই কবিতার মধ্যে। খুবই ভালো লাগলো আমার কাছে।
আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
শীতের সকালের এত সুন্দর অনুভূতি আপনি কবিতার মাধ্যমে তুলে ধরলেন। সত্যি কথা বলতে শীতের সকালটা আমাদের সবার কাছে খুবই প্রিয়। বিশেষ করে গ্রামে হলে তো কোন কথাই নেই। অনেক সুন্দর অনুভূতির মাধ্যমে কবিতাটি আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন। অনেক ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি পড়ে।
আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শীতের সকালকে কেন্দ্র করে লেখা আজকের এই অসাধারণ কবিতা পড়ে মুগ্ধ হলাম। শীতের সকাল মানে শীতের অনুভূতি খাজুরের রস বা নতুন পিঠা তৈরির ভালো লাগার সময়। এই সময়টা আমাদের সবার মাঝে এক অন্যরকম অনুভূতি জাগ্রত করে। যাইহোক ভালো লাগলো কবিতার লাইন গুলো পড়ে।
আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আমার লেখা কবিতা পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার সময়। যাইহোক শীতকাল নিয়ে লেখা আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে। খেজুরের রসের কথা পড়ে খেতে ইচ্ছা করছে। অনেকদিন হলো খেজুরের রস খাওয়া হয় না। কবিতার প্রতিটি লাইনে শীতের আমেজ বেশ ফুটে উঠেছে। ভালো লাগলো কবিতাটি পড়ে।
জি আপু শীতকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। আপনার মত আমিও অনেক অনেকদিন হলো খেজুরের রস খাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
শীতের সকাল আমার কতটা পছন্দের এটা বলে বোঝাতে পারবো না। আপনি আজকে শীতের সকাল নিয়ে অনেক চমৎকার একটা কবিতা লিখেছেন। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লেখা হয়েছে এই কবিতা। শীতের সকালের প্রকৃতি অনেক সুন্দর। আর শীতের সকালে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। আর শীতের সকালে তাজা খেজুরের রস হলে তো আরো ভালো লাগে।
শীতের সকালকে ঘিরে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।