স্বরচিত কবিতাঃ শীতের আলিঙ্গন।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা................
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও নতুন একটি কবিতা লিখে শেয়ার করলাম। এটা লিখতে এবং পড়তে বরাবরই আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
সবুজ পাতায় জমে শিশিরের টান।
মাঠের ধারে কুয়াশার চাদর,
সারা বিশ্বে যেন শীতের ঘর।
সূর্যের আলোয় কুয়াশা গলে,
প্রকৃতি যেন নূতন সাজে চলে।
গরম চাদর মুড়ে পথের ধারে,
জীবনের রঙ আঁকে শিশিরের প্রান্তে।
গাছে গাছে ঝরে শীতের পাতা
পাখিরা তবু গায় মধুর গাথা।
শীতের কোমল ছোঁয়া মায়াময়,
আমরা তার মাঝে নতুন স্বপ্ন বুনে রয়।
আলসে রোদে খেজুরের রসে,
গ্রামের মাঠে ধানের গন্ধ ভাসে।
শীত আসে বারবার, রাঙায় মন,
প্রকৃতি দেয় তার শীতের আলিঙ্গন।
মূলভাব:
কবিতাটিতে শীত ঋতুর সৌন্দর্য, প্রকৃতির রূপবদল এবং এর সঙ্গে মানুষের অনুভূতির মেলবন্ধন তুলে ধরা হয়েছে। শীতের হিমেল হাওয়া, কুয়াশার চাদর, এবং প্রকৃতির কোমলতা জীবনের এক নতুন স্বপ্ন ও সজীবতার বার্তা দেয়। শীত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি মানুষের জীবনেও একটি আনন্দময় ও শান্তিপূর্ণ সময় নিয়ে আসে। শীত ঋতু আমাদের মনে স্বস্তি ও নতুনত্বের অনুভূতি সৃষ্টি করে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইনের মধ্যে শীতের সৌন্দর্য চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। শীতকালের অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। অবশ্য আমার কাছে শীতকাল তেমন একটা ভালো লাগে না, কিন্তু আপনার কবিতাটি খুবই ভালো লেগেছে।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য ধন্যবাদ।
শীতের আগমন নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। শীতে প্রকৃতির সৌন্দর্য, জীবন ধারার পরিবর্তন সবকিছু কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আহা, ছড়ার আকারে শীতের কথা গ্রামের কথা কী মিষ্টি করে আপনি লিখেছেন।
অপূর্ব লাইন খানা গড়েছেন। শীত যে এসে গেছে তা বেশ বোঝা যাচ্ছে। সুন্দর লিখেছেন। সব থেকে বড় কথা কবিতাটি যখন পাঠ করছি কোথাও আটকাচ্ছে না, গতিশীল কবিতা।
প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো বেশ ভালো লাগলো আমার কাছে। শীতের আবহাওয়া চলে এসেছে। অনেকটা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। শীতের সময়ে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করে বিভিন্ন বিষয়ের। একদিকে যেমন গাছে ঝরা পাতা আরেকদিকে পাখির কন্ঠে গান। সব মিলে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় আমাদের মাঝে।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুনে অনেক ভালো লাগলো প্রতি সপ্তাহে চেষ্টা করেন একটি করে কবিতা লিখার। দেখতে দেখতে শীত চলে এলো ।শীত নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতার লাইনগুলো মাঝে শীত যেন জড়িয়ে আছে। ধন্যবাদ সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
কুয়াশার চাদর মুড়িয়ে শীত আমাদের মাঝে এসে গেছে। শীত ঋতুকে ঘিরে দারুন একটি কবিতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার প্রত্যেকটি লাইনে শীতের সৌন্দর্য ফুটে উঠেছে। ছন্দে ছন্দে কবিতাটি আবৃতি করতে দারুন লাগলো। সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার লেখা কবিতা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
শীতের সময় নিয়ে দারুন একটি কবিতা লিখলেন। শীতের সময় বাঙালীর কাছে আলাদাই প্রিয় সময়। এই সময়টায় যা যা ঘটে সব খুব সুন্দর করে আপনি কবিতার মাধ্যমে তুলে আনলেন। শীতের দিনগুলো যেন ক্ষণস্থায়ী। কয়েকদিন পরই চলে যায়। আপনার এই কবিতাটি যেন হিমেল হাওয়া নিয়ে এলো।
আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ কবিতা এখানে শেয়ার করেছেন তা পড়ে আপনার কবি প্রতিভা যেরকম বুঝতে পারলাম তেমনি এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন আপনি৷
আপনার প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।
আপু আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। কবিতা পড়তে ও লিখতে আমিও খুব পছন্দ করি। আপনি আজ শীত ঋতু নিয়ে আপনার মনের যে অনুভূতি তা খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। শীতের সকালের সৌন্দর্য আমাদের যেমন মুগ্ধ করে তেমনি এই সময়ে খেজুরের রসের কথা মনে হলেই যেনো খেতে ইচ্ছে করে। যাই হোক এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করে থাকি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।