নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব -১৬ তম ] ❤️
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৬ তম পর্ব নিয়ে আলোচনা করবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের প্রথমে দেখা যায় রিমা ও সোহাগ উকিলের কাছে গেছে মামলা নিয়ে কথা বলতে।উকিল রিমা ও সোহাগকে বলে ড্রাইভার যদি সত্য কথা বলে তাহলে আপনারা অবশ্যই মামলায় জিতবেন। তখন রিমা বলে মোড়ল বাড়ির সবাই টাকা দিয়ে সবকিছু করতে পারে। এ কথা শুনে উকিল বললেন টাকার গরমে সব সময়ই সব কিছু হয় না। একথা শুনে তারা দুজন একটু আশ্বাস পেল এবং সেখান থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল।
এরপর দেখা যায় মোড়ল সাহেব তার পরিবারের সকল সদস্যকে এক জায়গায় ডাক দিয়েছে। তারপর মোড়ল সাহেব সুরুজের মাকে জিজ্ঞাসা করে তুমি কি মোড়ল বাড়িতে থাকতে চাও।তখন সুরুজের মা বলে অবশ্যই থাকতে চাই।তখন মোড়ল সাহেব বলে তাহলে তুমি কাল রিমার বাড়িতে গেছিলে কেন। তখন সে উত্তরে বলে রিমাকে আমি ছোট কাল থেকে মানুষ করেছি। একথা শুনে মোড়ল সাহেবের বড় বৌমা বলে মার চেয়ে মাসির দরদ বেশি।এরপর সুরুজের মা সেখান থেকে চলে যাই। এরপর সুলতানা তার মাকে বলে ছোটমা তো ঠিকই বলেছে। তুমি কি কখনো আমাদের জন্য কিছু করেছো।ছোটকাল থেকে যা কিছু করার ছোট মাই তো করেছে আমাদের জন্য।
এরপর দেখা যায় রোট কোটে মামলার রায় দিবে আজ।কোটে রিমা সোহাগ ও মোড়ল বাড়ির প্রত্যেক সদস্য সেখানে উপস্থিত ছিল। এরপর দেখা যায় উকিল ড্রাইভারকে প্রশ্ন করছে তখন ড্রাইভার বলে রতন ভাই সেখানে ছিল না। যা হয়েছে আমার কাছ থেকেই হয়েছিল। ড্রাইভার মিথ্যা সাক্ষী দিয়েছিল কারণ মোড়ল বাড়ির সদস্যরতার পরিবারকে নিয়ে হুমকি দিয়েছিল এজন্য সে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে। এরপর যেহেতু মিথ্যা সাক্ষী দেয় সেহত মোড়লরা মামলায় জিতে যাই। মামলায় জিতে মোড়লরা তো খুবই খুশি।
এরপর রিমা ও সোহগ কোট থেকে তাদের নিজ বাড়িতে ফিরে যাই। তখন সোহাগের বাবা তাদের মুখ দেখে বলে আমি জানতাম তোরা জিততে পারবে না।মোড়োলরা টাকার গরমে এসব কিছু করতে পারে।আমি আগেই বলেছিলাম মামলা তুলে নে। তখন নায়ক ও নায়িকা বলে আজ না হয় জিতে গেছে পরবর্তীতে দেখে নেব।
এরপর দেখা যায় মোড়ল সাহেব ও তাদের বাড়ির মাস্টার দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে ওখানে সুরুজ আসে। এরপর মোড়ল সাহেব সুরুজ কে বলে ওই রিক্সাওয়ালার পরিবারকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। তখন সুরুজ বলে কি করতে হবে বলেন।এরপর সুরুজ বলে ওই রিক্সাওয়ালাদের তো শেষ করে ফেলতে ইচ্ছে করে। তখন মোড়ল সাহেব বলে আর মারামারি না কৌশলে কাজ করতে হবে। তখন সুরুজ বলে ঠিক আছে তাহলে রিক্সাটা চুরি করে আনি। তখন মড়োল বলে ঠিক আছে তবে কেউ জেন বুঝতে না পারে।
এরপর দেখা যায় নায়কের বোন কলেজে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে মোড়ল বাড়ির ছোট ছেলে রতন তার পথ আটকাই এবং নায়কের বোনের সাথে কথা বলে। কথা বলতে বলতে বলে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে তখন সোহানা বলে সেটা আমি ও জানি। এরপর আর কিছু কথা বলে সেখান থেকে সোহানা চলে যায়।
এরপর দেখা যায় নায়ক রিকশা চালানোর জন্য বাইরে যাবে। তখন নায়িকা বলে আপনি রিকশা চালায়েন না একটা চাকরির ব্যবস্থা করেন। তখন নায়ক বলে আমি তো চেষ্টা করতেছি কিন্তু এখন রিকশানা চালালে খাব কি। তখন নায়িকা বলে ঠিক আছে তবে আসার সময় বাজার করে নিয়ে আসবেন আর বাবার ওষুধ নিয়ে আসবেন। তখন নায়ক নায়িকাকে জিজ্ঞাসা করে তোমার জন্য কি আনবো তখন নায়িকা বলে আমার জন্য কিন্তু আনা লাগবে না।এরপর নায়ক রিক্সা নিয়ে বের হয়ে যায়। এদিকে মাস্টার সুরুজের মায়ের সাথে দেখা করতে গেছে। মাস্টার সুরুজের মাকে বলে আজ সুরুজ ভাই রিমার শশুরের রিক্সা চুরি করবে যাতে ওরা একদম পথে বসে যায়।একথা শুনে সুরুজের মা অনেক টেনশনে পড়ে যায় এবং তখনই রিমার শ্বশুরবাড়ির যাওয়ার সিদ্ধান্ত নেই।
এরপর দেখা যায় নায়কের রিকশায় একজন একজন যাত্রী উঠেছে এবং কিছু পথ আসার পরে নায়ক কে বলে আমার অনেক পেট ব্যথা করছে ভাই। আমাকে একটু পানি খাওয়াবেন দয়া করে। এ কথা শুনে নায়ক লোকটাকে রিকশার উপরে বসিয়ে রেখে একটি দোকানে যায় পানি আনার জন্য। নায়ক পানি নিয়ে পেছন ফিরে দেখে তার রিক্সা ও যাত্রী কোনটাই নেই। তখন নায়ক অনেক টেনশনে পরে যায় এবং সে বুঝতে পারে যে তার রিক্সাটা চুরি হয়ে গেছে।এরপর নাটকটি আগামী পর্ব দেখিয়ে দেই। পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই ১৬ |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২৪ মিনিট ৩৫ সেকেন্ড |
মুক্তির সময় | ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আজ আপনি ধনী গরিব লড়াই নাটকের ১৬ তম পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন। এর আগের কয়েকটি পর্ব আমার পড়া হয়েছে। প্রত্যেকটি পড়বে আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করে আমাদের সাথে নাটক রিভিউ শেয়ার করেছেন। আজকেও ১৬ তম পর্বটি বেশ ভালো লাগলো। বেশ গোছানো উপস্থাপনা। অসাধারণ নাটকটি সাবলীল ভাষায় উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার টাইপিং এর মধ্যে বানান ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।
খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। আমি এই নাটকটা কিছু অংশ দেখেছি। এ নাটকের মধ্যে বেশ হাসি আনন্দ এবং শিক্ষনীয় বিষয় রয়েছে। আসলে নাটকগুলো এমন হওয়া প্রয়োজন যেগুলো মানুষের জন্য উপকারে আসে। সুন্দর হে নাটকটা আমাদের মাঝে রিভিউ করার জন্য ধন্যবাদ।
ধনী গরীবের লড়াই নাটকের আজ ১৬ তম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে একটি একটি করে পর্ব শেয়ার করেন দেখে খুব ভালো লাগলো। এই পর্ব এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই ধরনের পর্ব নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখতে দেখতে আপনি ১৬ টি পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন।যদিও সব গুলো পর্ব আমার দেখা হয়নি বা পড়া হয়নি।তবে ঈগল টিমের নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনার নাটক রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
জি ভাইয়া ঈগল টিমের নাটকগুলো খুবই সুন্দর এবং শিক্ষনীয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ধনী গরিবের লড়াই নাটকের 16 তম পর্ব আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। দেখতে দেখতে এই নাটকের অনেকগুলো পর্ব শেষ হয়ে গেল। মোড়লের ছেলে দেখছি এখন সোহানার উপর নজর দিয়েছে। শেষ পর্যন্ত আসলে কি হবে এটাই দেখতে হবে।
জি মোড়লের ছেলে রতন নায়কের বোন সোহানার দিকে নজর দিয়েছে। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।