স্বরচিত কবিতাঃ বৃষ্টি ভেজা শীতের সকাল।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগবাসী.............
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক পছন্দ করি। আর এই শীতের দিনে ঠান্ডার সময় বসে বসে কবিতা লেখার মজাই আলাদা। কাল থেকে আমাদের এদিকে আবহাওয়া খুবই শীতল ছিল আর তার সাথে অনেক বাতাস ও হচ্ছিলো।আজও একই অবস্থা ছিল তারপর হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলো।আর এই বৃষ্টির দিনে কবিতা লিখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।তাই আর দেরি না করে বৃষ্টি ভেজা শীতের সকাল নিয়ে একটি কবিতা লিখেছি। আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
শীতের সকালে কুয়াশার চাদর,
জড়ানো থাকে অলসতার বাঁধর।
ধোঁয়া ওঠা চায়ের মুগ্ধ গন্ধ,
মনে আনে সুখের অদ্ভুত ছন্দ।
হঠাৎ আকাশে জমে কালো মেঘ,
বাতাসে ভেসে আসে শীতল রেখা।
বৃষ্টির ধারা গায়ে ছোঁয়া দিয়ে যায়,
শীতল হিমে মন আনমনে হারায়।
মাটির গন্ধে ভরে ওঠে প্রাণ,
বৃষ্টির ছোঁয়ায় খুঁজে পাই জান।
গাছের পাতায় জমে বৃষ্টির চুম্বন,
সবুজ হয়ে ওঠে প্রকৃতির বন্ধন।
জানালার পাশে বসে শুনি টিপ টিপ,
হৃদয় বয়ে যায় প্রেমের স্নিগ্ধ সুরভিত।
শীতের বৃষ্টি এ যেন এক কবিতা,
স্বপ্নের ভেলায় ভাসা নীল স্মৃতিপথ।
প্রকৃতির এই অদ্ভুত মিলনমালা,
জাগায় মনে গভীর মায়াবি জ্বালা।
শীত আর বৃষ্টির এমন মেলবন্ধন,
প্রেম আর প্রকৃতির অমল বন্ধন।
মূলভাব:
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আজকের সকালটা আমার জন্য বেশ খারাপ ছিল কারণ একেতো ঠান্ডা বাতাস তারপর গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছিল। সবমিলে আজকে অফিসের কাজ করতে বেশ কষ্ট হয়েছে। যাইহোক আপনার কবিতাটি কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন খুব সুন্দর করে লিখেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি ভাই আমাদের এদিকেও ঠান্ডা বাতাস তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি পরছিল। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনার লেখায় এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা কবিতার মাধ্যমে মনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আরে বাহ্ । আপনি তো দেখছি দারুন লিখেন। একেবারে শীতের কোয়াশার বৃষ্টি নিয়ে কবিতা। পড়েই তো মন ভরে গেল। আবার বেশ ভালোও লাগলো। কবিতার মধ্যে বেশ ছন্দের মিল ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
বাহ আপনি তো সুন্দর একটি কবিতা লিখেছেন।বৃষ্টি ভেজা শীতের সকাল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শীতকালে সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন। তবে আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ শীতের সকাল নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লেখার জন্য।
কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ আপনার কাছ থেকে এই কবিতাটি পড়ে আপনার কবি প্রতিভা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলাম ৷ ধন্যবাদ আপনাকে৷