১৬ই ডিসেম্বর বিজয়ের অঙ্গীকারে বাঙালির শেষ রক্তবিন্দু🇧🇩🇧🇩

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

❤️আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৬ ডিসেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

বাংলায় ০১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আপনারও নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট শেয়ার করতে চলেছি। এই দিনটি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই আমরা পেয়েছিলাম স্বাধীন দেশ।আশা করি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমার লেখাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক

istockphoto-1359774943-612x612.jpg
Source

১৬ই ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই আমরা পেয়েছিলাম একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রিয় বাংলাদেশ।মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি শাসকদের দমনপীড়নের বিরুদ্ধে। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক থেকে শুরু করে নারীরাও সমানভাবে অবদান রেখেছেন এই সংগ্রামে। মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, ত্যাগ ও দেশপ্রেমের ফলে জন্ম নেয় আমাদের এই লাল-সবুজের পতাকা।

বিজয়ের এই দিন শুধু আমাদের স্বাধীনতার স্মৃতি নয়, এটি আমাদের দায়িত্ববোধেরও প্রতীক। স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়, তা নিশ্চিত করাই আমাদের প্রজন্মের প্রধান দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতির অগ্রগতির পথে প্রেরণা যোগায়।আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব বীর মুক্তিযোদ্ধাকে, যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে আমাদের জন্য একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তাঁদের রক্তে অর্জিত এই বিজয় আমাদের জন্য চিরন্তন প্রেরণা। পাশাপাশি আমরা স্মরণ করি সেই সব নিরীহ মানুষকে, যারা যুদ্ধের সময় জীবন হারিয়েছেন। স্মরণ করি সেইসব মা-বোনদের, যারা নিগৃহীত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন।

এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতা, বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো।আসুন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একসঙ্গে কাজ করি একটি উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে। প্রতিটি সেক্টরে মুক্তিযুদ্ধের আদর্শ অনুসরণ করে আমরা এগিয়ে যাব।শেষ রক্তবিন্দু দিয়ে গড়ে ওঠা এই স্বাধীনতার গল্পে, আমাদের মতো লক্ষ কিশোর আজও বুকভরা গর্ব নিয়ে বলে“আমি গর্বিত বাঙালি। এই লাল-সবুজ আমার পরিচয়।”১৬ ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির হাজার বছরের সংগ্রাম আর বিজয়ের সাক্ষী।

জয় বাংলা।

জয় বাংলাদেশ।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

Banner_.png

output.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWy6QB6pYcncyk5LjN2n19WyNPw4sze2kJ2B49iSnqXajWufaKo4AL9ufYfrV37YfXkYaT42nS.png

Sort:  
 6 days ago 

Screenshot_2024-12-16-11-34-37-236_com.android.chrome.jpg

Screenshot_2024-12-16-11-33-20-353_com.android.chrome.jpg

Screenshot_2024-12-16-11-32-14-119_com.twitter.android.jpg

 6 days ago 

বিজয় দিবস মানে আমাদের সকলের অনেক সুন্দর একটি দিন আর আনন্দের একটি দিন। বিজয় দিবসের সুন্দর মুহূর্ত গুলো আমরা সবাই উদযাপন করার চেষ্টা করেছি। আপু আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 6 days ago 

আমার শেয়ার করা পোস্টটি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপু। এই দিনটা সত্যিই আনন্দের। এমন স্পেশাল একটি দিনে এই পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। এই দিনটা আমরা আসলে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পেয়েছি। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ভাই আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 5 days ago 

সুন্দর বলেছেন আপু।এই স্বাধীনতার দিনে আমাদের অঙ্গীকার হোক দেশকে সমুন্নত রাখার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। স্বাধীনতার আসল অর্থ প্রতিফলিত করা। বেশ দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 5 days ago 

আমার লেখা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 20 hours ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source :

https://www.istockphoto.com/photo/bunch-of-bangladeshi-flags-gm1359774943-433006336

 10 hours ago 

ভাই আমি পিক্সাবে থেকে ছবি নেয়ার জন্য সার্চ দিয়েছিলাম। ভালো ছবি পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করি পরে এই ছবিটা আমার সামনে আসে। কিন্তু আমি বুঝতে পারিনি যে পিকটা পিক্সাবে সাইডের নয়। istockphoto যে আলাদা সেটা বুঝতে পারি নাই। মনে করেছিলাম এটা পিক্সাবের সাইড, যদি জানতাম এটা ভিন্ন তাহলে কখনোই এই কাজটা করতাম না। আমি ক্ষমা প্রার্থী ভাইয়া।