ভিডিওগ্রাফি পোস্টঃ বিজয় দিবস উপলক্ষে চাটমোহর ফায়ার স্টেশনের আলোকসজ্জার ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ25 days ago
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৭ ডিসেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ ইং:।

বাংলায় ০২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

IMG_20241217_131609.jpg

হ্যালো আমার বাংলা ব্লগবাসি....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবারের পরিজন নিয়ে। আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের পরিবার-পরিজন নিয়ে।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। গতকাল পার হয়ে গেলো ১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। অত্যান্ত সম্মান ও সুন্দর ভাবেই উদযাপন করা হয় আমাদের মহান বিজয় দিবস। প্রতি বছর বেশ ধুমধামের সাথে পালন করা হয়। সম্মানের সাথে স্মরণ করা হয় সেই সকল বীর সন্তানদের যাদের বুকের তাজা রক্ত দিয়ে আমারা এই বিজয় অর্জন করতে পেরেছি।

আপনারা সবাই কম বেশি জানেন যে আইয়ানের বাবা চাটমোহর ফায়ার সার্ভিসে কর্মরত আছে। যার কারনে আমারা সবাই মিলে সেখানেই বসবাস করছি। ১৫ তারিখে বিকালের দিকে খেয়াল করলাম অফিসে অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। যেহেতু আমাদের বাসা থেকে অফিস স্পষ্টভাবে দেখা যায়। লাইটিং করা দেখে ভাবলাম একবার কাছে গিয়ে দেখে আসি কেমন সাজিয়েছে। তাই আমি সন্ধ্যার পর আইয়ানকে সাথে নিয়ে অফিসে রওনা হলাম। দূর থেকে অফিসটা দেখতে অনেক সুন্দর লাগছিলো। আমি আমার মোবাইলের মাধ্যমে অফিসের সকল সৌন্দর্য ভিডিওগ্রাফির মাধ্যমে ধারণ করার চেষ্টা করেছি। আশা করি আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে আসা যাক আজকের ভিডিওগ্রাফি।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

output.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWy6QB6pYcncyk5LjN2n19WyNPw4sze2kJ2B49iSnqXajWufaKo4AL9ufYfrV37YfXkYaT42nS.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W9xLGWF5CNPvNtUcJZbdTN17ifSgqp29muKnrKUJm5WiVVLB4ai7rZMJQU1HGuoJz8U7ekSLRzVAbSdsknx6.png

Sort:  
 25 days ago 

Screenshot_2024-12-17-13-49-47-836_com.peak.jpg

Screenshot_2024-12-17-13-00-43-378_com.android.chrome.jpg

Screenshot_2024-12-17-12-59-27-175_com.twitter.android.jpg

Screenshot_2024-12-17-12-55-51-488_com.android.chrome.jpg

Screenshot_2024-12-17-12-54-51-173_com.android.chrome.jpg

Screenshot_2024-12-17-12-54-06-800_com.android.chrome.jpg

 25 days ago 

১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চাটমোহর ফেয়ার সার্ভিস এর আলোকসজ্জায় পরিপূর্ণ করার দৃশ্যটি ভালই লাগলো । অনেক সুন্দর লাগছে দেখতে। আপনি খুব সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 25 days ago 

আমার ধারন করার চাটমোহর ফায়ার স্টেশনের ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

এবছর বিজয় দিবস উপলক্ষে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে খুবই সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করা হয়েছিল। আপনার শেয়ার করা বিজয় দিবস উপলক্ষে চাটমোহর ফায়ার স্টেশনের আলোকসজ্জার ভিডিওগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। এরকম রঙিন লাইট দিয়ে যে কোন ধরনের জায়গা ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে।

 25 days ago 

জি ভাই আপনি ঠিকই বলেছেন, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই সাজিয়েছে।ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 25 days ago 

বিজয় দিবস উল্লাসের দিন৷ আনন্দের দিন৷ উৎসবের দিন। সেই কারণ হেতু এতো সুন্দর আলোকসজ্জা দেখে খুবই ভালো লাগছে৷ ফায়ার স্টেশন তো সরকারি অফিস। তাই নিশ্চই সরকারের উদ্যোগেই এম্ন সজ্জার ব্যবস্থা করা হয়েছে। উৎসবমুখরিত লাগছে দেখতে।

 25 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 25 days ago 

বিজয় দিবস উপলক্ষে কমবেশি সব জায়গাতে এরকম লাইটিং করা হয়। ওরা শহর এরকম লাল সবুজ লাইটিং খুবই ভালো লাগে দেখতে। আমাদের এদিকে অনেক জায়গা জুড়ে লাইটিং করা হয়। যাইহোক পুরো ভবনটা খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে। ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি দেখে। এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 25 days ago 

ওরা শহর এরকম লাল সবুজ লাইটিং খুবই ভালো লাগে দেখতে।

ভিডিওগ্রাফিটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপু আপনার টাইপিং এর মধ্যে লেখা ভুল আছে আশাকরি ঠিক করে নেবেন।

 25 days ago 

বাহ বিজয় দিবস উপলক্ষে একটি ফায়ার স্টেশন এত সুন্দর ভাবে সাজিয়েছে দেখে খুবই খুশি হয়েছি। খুবই ভালো লেগেছে। এভাবেই প্রতিবছর আমরা আমাদের বিজয় দিবসকে উদযাপন করবো। ধন্যবাদ।

 25 days ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 19 days ago 

দিবস উপলক্ষে চাটমোহর ফায়ার স্টেশনের অনেক দারুন ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছো। তোমার ধারণ করা ভিডিওগ্রাফিটি দেখতে অসাধারণ হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 19 days ago 

সত্যি চাটমোহর ফায়ার স্টেশনটি অনেক সুন্দর করে সাজিয়েছিলে তোমরা।তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সুন্দর মতামত শেয়ার করার জন্য।