জেনারেল রাইটিংঃ সময়ের সঠিক ব্যবহার ❤️

in আমার বাংলা ব্লগ7 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৫ ডিসেম্বর রোজ রবিবার ২০২৪ ইং:।

বাংলায় ৩০ অগ্রাহয়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।প্রতি সপ্তাহের মত আজও একটি জেনারেল পোস্ট শেয়ার করব। লেখালেখি করতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। সময়ের মূল্য নিয়ে আমার আজকের জেনারেল রাইটিংটি লিখেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

vintage-pocket-watch-7439233_1280.jpg
Source

সময় মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। সময় যেমন প্রতিদিনের কাজকে সফল করতে সাহায্য করে, তেমনি সময়ের অপচয় মানুষের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। সফল মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করে জীবনে উন্নতি করে। সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন মানুষ তার প্রতিদিনের কাজকর্ম, পড়াশোনা, বিশ্রাম এবং বিনোদনের জন্য নির্ধারিত সময় বের করতে পারে।প্রতিটি মুহূর্তই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। যে কাজ আজ করতে হবে, তা ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়। সময়ের সঠিক ব্যবহার শুধু আমাদের ব্যক্তি জীবন নয়, সমাজ এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের গুরুত্ব সম্পর্কে বিখ্যাত দার্শনিকরা বলেছেন, "সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই জীবনের প্রকৃত নেতা।"

কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের সময় ব্যবস্থাপনাকে ব্যাহত করছে। সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস কিংবা অন্য বিনোদনের মাধ্যমে আমরা অনেক সময় অপচয় করে ফেলি। এর ফলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।তবে সময় ব্যবস্থাপনার জন্য কিছু কার্যকর অভ্যাস গড়ে তোলা সম্ভব। প্রতিদিনের কাজের একটি পরিকল্পনা তৈরি করা, অগ্রাধিকার ঠিক করা, এবং প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্ন করার অভ্যাস আমাদের সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে পারে।

আমাদের উচিত সময়ের মূল্য অনুধাবন করা এবং প্রতিটি মুহূর্তের যথাযথ ব্যবহার করা। কারণ সময় চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। সময়ই আমাদের জীবন এবং সময়ের সঠিক ব্যবহারই আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে।সময় হলো সেই অমূল্য রত্ন, যা সঠিকভাবে কাজে লাগালে জীবন হয়ে উঠতে পারে সাফল্যমণ্ডিত। যারা সময়ের অপচয় করে, তারা জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। তাই আসুন আমরা সময়ের মূল্য বুঝি এবং প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলি।

মূলভাব:

সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের সঠিক ব্যবহার জীবনে সফলতা এনে দেয়, আর অপচয় মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। পরিকল্পিত সময় ব্যবস্থাপনা ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়ক। তবে প্রযুক্তির অপব্যবহার সময়ের অপচয় ঘটাচ্ছে। তাই সময়ের গুরুত্ব অনুধাবন করে প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত, কারণ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWy6QB6pYcncyk5LjN2n19WyNPw4sze2kJ2B49iSnqXajWufaKo4AL9ufYfrV37YfXkYaT42nS.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCAi3AjRa3hnn1fzw8vWE9BV1gcFbAzbrHf59JuheNYqxe4wuuhyv3Aq5C7rm2xSZcenyNFG5c.png

Sort:  
 6 days ago 

সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর তাকে ফিরে পাওয়া যায় না। আমরা সময় থাকতে সময়ের মূল্য বুঝিনা। সময়কে মূল্যায়ন করলে জীবনকে পরিবর্তন করা যায়। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

সময়ের মূল্যায়ন করতে পারলেই জীবন অনেক সুন্দর।

 7 days ago 

Screenshot_2024-12-15-21-45-25-337_com.android.chrome.jpg

Screenshot_2024-12-15-21-44-40-083_com.android.chrome.jpg

Screenshot_2024-12-15-21-43-24-639_com.twitter.android.jpg

 7 days ago 

সময় আমাদের জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। সময়ের সঠিক মূল্যায়ন না করলে কোন এক সময় গিয়ে আমাদেরকে পস্তাতে হবে। আর সময়ের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।

 7 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 7 days ago 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন আপনি। আপনার লেখা পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কে কেন্দ্র করে লেখা আপনার কথাগুলো। এমন মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আমার লেখা জেনারেল রাইটিং পোস্টটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 days ago 

আপনি সঠিক কথাই বলেছেন। সময়ের সঠিক ব্যবহার এর উপর মানুষের সফলতা নির্ভর করে। তবে ইদানিং সোশ্যাল মিডিয়া, রিলস এর লাগামহীন আসক্তি/ ব্যবহার এর ফলে সময়ের সঠিক বন্টন সম্ভব হয়ে উঠে না অনেকের পক্ষেই।

 6 days ago 

জি আপু আপনি একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য।

 7 days ago 

সময় সম্পর্কে আজ আপনি একটা দারুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যারা সময় সম্পর্কে কোন ধারণা রাখে না তাদের জীবনটা অনেক বেশি খারাপ যায়। আর এই পৃথিবীতে সবথেকে মূল্যবান হলো সময়।

 6 days ago 

আপনার মূল্যবান মতামত পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 6 days ago 

সময় এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের সবার উচিত সময়ের যথাযথ ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহারের ফলে আমাদের জীবনে ভালো কিছু হবে। আর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে আমরা কিছু করতে পারবো না। যে মানুষ সময়ের মূল্য দিয়ে থাকে সে জীবনে ভালো কিছু করে।

 6 days ago 

জ্বি আপু আপনি ঠিকই বলেছেন সময়ের সঠিক ব্যবহারের ফলে আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে পোস্টটা লিখেছেন আপনি। আসলে সময় এবং নদীর স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না। আর এই জন্য সময়কে অনেক বেশি মূল্য দেওয়া জরুরী। সময়কে যে যত বেশি গুরুত্ব দেবে সে তত ভালো কিছু নিজের জীবনে করতে পারবে।

 6 days ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থাকার জন্য।

 6 days ago 

আসলে যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে, দিনশেষে তারাই সফলতা অর্জন করতে পারে। তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা। কিন্তু কিছু কিছু মানুষ অযথা টাইম নষ্ট করে ফেলে। যা মোটেই উচিত নয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।