স্বরচিত কবিতা - "আক্ষেপ"
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। কবিতা আগে তেমন একটা বুঝতাম না। এজন্য পড়ার খুব বেশি আগ্রহ হতো না। এখন নিজেও মাঝেমধ্যে কবিতা লেখার চেষ্টা করি। তাই কবিতা দেখলেও পড়তেও ভালো লাগে। তাছাড়া কবিতা চাইলেই লেখা যায় না। যখনই কবিতার লাইনগুলো মাথায় আসে তখনই কবিতা লেখা যায়। তা না হলে যখন কবিতা লেখার জন্য চেষ্টা করি তখন এক লাইনও মাথায় আসতে চায় না। তাই খুব একটা কবিতা লেখা হয় না।
কিছু কিছু মানুষকে দেখা যায় প্রথম দেখাতেই কাউকে ভালো লেগে যায়। সেই ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা যায় সে যদি মানুষটিকে পছন্দ না করে তাহলে সে ভালোবাসার কোন মূল্য নেই। তখন দূর থেকে ভালোবাসার মানুষটিকে দেখে শুধু আক্ষেপই করতে হয়। তাকে একবার দেখার জন্য তার সামনে ছুটে যাওয়া হয়। এই বিরহের কথা বলে বোঝানো যায় না। সে বিষয়টি নিয়েই আজকের কবিতাটি লিখেছি।
আক্ষেপ
সেদিন না জানি কি হয়ে গেল আমার।
আমার আমিতে আর নেই আমি
কখন যে হারিয়ে গেছি তোমাতে।
বারবার চেয়েছি ওই মুখখানি দেখতে
কোন এক বাহানায়।
চেয়েছি একটুখানি বন্ধুত্ব করতে।
কেন জানি তুমি আমাকে দেখলেই
রাগে লাল হয়ে যেতে।
তুমি কি জানতে
তোমার এই লাল মুখখানা দেখতেও
আমার কি যে ভালো লাগতো।
কখনো বা একটুখানি দেখার জন্য
ছুটে গিয়েছি তোমার বাড়ির পাশে।
জানি তুমি খুব বিরক্ত হতে
তবুও কোন আশায় বুক বেঁধে
বারবার ছুটে যেতাম তোমার সামনে।
বেশি কিছু তো চাইনি
শুধু চেয়েছিলাম তোমার বন্ধুত্ব।
তাও তুমি ফিরিয়ে দিয়েছো বারবার।
সব লজ্জা ভুলে
বারবার গিয়েছি তোমার সামনে।
একটুখানি তোমার পাশাপাশি থাকার আশায়
সে সুযোগও তুমি আমায় দাওনি।
দূর থেকে শুধু তোমায় দেখে গিয়েছি।
আমার সেই ভালোবাসা ছিল নিঃস্বার্থ
তুমি বুঝতে পারো নি একবারও।
এই ছিল আমার আজকের কবিতা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
এভাবে প্রেম সৃষ্টি হয় মনের মধ্যে, যখন যার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়ে যায় মন চায় তার সাথে সুন্দর গভীর সম্পর্ক জেগে উঠুক এবং সে হয়ে উঠুক আমার প্রিয় মানুষ। তবে কবিতাটা বেশ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা লাইন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে।
আসলেই ভাইয়া সবার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আমার কবিতাটি পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাহ!!!অসাধারণ।
আক্ষেপ কবিতাটি কিন্তু দারুন হয়েছে।।. আপনিও তো দেখছি খুব ভালো লেখিকা হয়ে যাচ্ছেন।কবিতাটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে । কিন্তু এসব কবিতা লেখা আমার দ্বারা কোনদিনও সম্ভব নয় 😓।
আপু এই কথা আমিও সবসময় বলতাম। কিন্তু একবার একটি কবিতা লেখার পর মোটামুটি বেশ কয়েকটি কবিতা লিখতে পেরেছিলাম। এখন আর তেমন একটা পারিনা। ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন আপু, যাকে প্রথম দেখাতেই ভালোলাগে আর সে যদি ভালোবাসায় মুখ ফিরিয়ে নেয়। তাহলে ভালোবাসা টা একতরফা হয়ে যায়। একটা আক্ষেপ তখন থেকে যায় আসলে। আপনার কবিতাটি ভালো ছিল আপু 🌼
এরকম একতরফা ভালোবাসাগুলোতে শুধু আক্ষেপ থাকে। আর কিছুই থাকে না। ধন্যবাদ আপনাকে।
আপনার স্বরচিত কবিতা - আক্ষেপ কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের কবিতাগুলো করতে ভীষণ ভালো লাগে। প্রিয়জনকে প্রথম দেখার অনুভূতি কবিতার ছন্দে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আসলে সত্যি প্রিয় মানুষকে প্রথমবার দেখলে হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করে। প্রথম দেখার ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া প্রিয়জনকে প্রথম দেখার অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলছেন আপু এমনি যখন চেষ্টা করা হয় তখন কবিতা লেখা সম্ভব হয়না। কিন্তু এমন অনেক সময় দেখা যায় মাথার মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা চলে আসে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখলেন হঠাৎ দেখা নিয়ে। আসলে হঠাৎ দেখার মধ্যে অনেক আক্ষেপ থেকে যায় মানুষের মধ্যে। কবিতা দুর্দান্ত লিখলেন আপনি।
এখন আর মাথার মধ্যে তেমন কোন কবিতা আসেনা। তাই আর লেখা হয় না। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।
কবিতাটি অনেক ভালো লাগলো আপু আপনি দারুন একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। লাইনগুলো কিছুটা আমার জীবনের সাথে মিলে গিয়েছে ।সে জন্য পড়ার সময় পড়তে বেশ ভালো লাগছিল। আসলে আক্ষেপ নিয়েই তার দিকে কতবার যে তাকিয়েছি তা বলে প্রকাশ করতে পারবো না। জাস্ট অসাধারণ হয়েছে আপনার কবিতাটা একদম হৃদয় ছুঁয়ে গেল।
আমার কবিতার লাইনগুলো আপনার জীবনের সঙ্গে মিলে গিয়েছে জেনে ভালো লাগলো। এরকম ভালোবাসা গুলো খুবই কষ্টকর।
ঠিকই বলেছেন কবিতা বুঝলে পড়তে ইচ্ছা করে আর না বুঝলে পড়ার প্রতি কোন আগ্রহই থাকে না । আর সবাই যখন তখন কবিতা লিখতে পারেনা ।আর এখানে দেখি সবাই ঝটপট কত সুন্দর কবিতা লিখে ফেলে আপনিও দেখছি কবিতা লিখে ফেলেছেন । আপনার কবিতাটা কিন্তু ভালই লিখেছেন নিজের পছন্দের মানুষকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ।
সহজ সরল ভাষায় লেখা কবিতা গুলো আমার কাছে ভালো লাগে। কিন্তু জটিল কবিতাগুলো কিছুই বুঝতে পারি না। ধন্যবাদ আপনাকে।