আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লিটার আর্ট পেপার এবং টিস্যু রোল দিয়ে একটি কলমদানি তৈরি। টিস্যু রোল দিয়ে খুব সুন্দর সুন্দর কলমদানি তৈরি করা যায়। আর সাথে যদি গ্লিটার আর্ট পেপার যোগ করা যায় তাহলে তো কথাই নেই, দেখতে খুবই চমৎকার লাগে। আজকের কলমদানিটি আমি জুতার শেপ এ তৈরি করেছি। বাচ্চাদের জন্য বিশেষ করে এই কলমদানি তৈরি করেছি। এত কষ্ট করে গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি কিন্তু এই সব জিনিসের স্থায়িত্ব এক দুই দিনের বেশি হয় না । আমার বড় ছেলে যাও একটু যত্ন করে রাখে, ছোট ছেলে হাতের কাছে পেলেই একটানা ছিঁড়ে ফেলে। যাইহোক তারপরও এই জিনিসগুলো বানাতে আমার কাছে বেশ ভালই লাগে। তাহলে আজকের কলমদানিটি কিভাবে তৈরি করেছি তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
গ্লিটার আর্ট পেপার
টিস্যু রোল
পেন্সিল
কাঁচি
স্কেল
সাদা কাগজ
গ্লু গান
প্রথমে একটি টিস্যু রোল নিয়ে সাদা একটি কাগজ দিয়ে টিস্যুর রোলের ভিতরে মুড়িয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। তারপর সাদা কালারের লম্বা গ্লিটার আর্ট পেপার নিয়েছি।
আর্ট পেপারের উপরের দিক থেকে উল্টিয়ে এভাবে ভাঁজ করে দিয়েছি। তারপর টিস্যু রোলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন ১২.৫/৭ সেন্টিমিটার লম্বা একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে এভাবে জুতার শেপে এঁকে কাচি দিয়ে কেটে নিয়েছি।
১০ সেন্টিমিটার গোল একটি কাগজ কেটে নিয়েছি। তারপর মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি।
জুতার শেপের কাটা গ্লিটার আর্ট পেপার উল্টা সাইডে মোটা কাববোর্ড লাগিয়ে নিয়েছি। উপরের দিকে গ্লিটার আর্ট পেপার লাগিয়েছি এবং মাথার দিকে কেটে রাখা অর্ধবৃত্তটি এভাবে লাগিয়ে দিয়েছি।
বাকি অর্ধবৃত্তটি দুইপাশ থেকে এভাবে ভাঁজ করে কেটে ফেলে দিয়েছি এবং মাথার দিকে নিচের ছবির মত লাগিয়ে নিয়েছি।
এখন ২/৫ সেন্টিমিটার একটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি তারপর দুই সাইডে গোল করে কেটে জুতাটির পাশ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন সাদা একটি পেপার কেটেছি এবং ছোট ছোট দুটি আর্ট পেপার কেটে জুতার সাইডে এবং উপরে ছবির মত করে লাগিয়ে দিয়েছি।
তারপর টিস্যু রোলটিকে জুতার ভিতর বসিয়ে দিয়েছি এবং সাইডে একটি বো এর মত লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপারের কলমদানি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
Photography | @tania |
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
আমি প্রথমে মনে করেছি এটি ১জোড়া জুতা রয়েছে। পরে দেখলাম এতে আপনি খুব চমৎকারভাবে কলমদানি তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আরো একটি বানালে মনে হয় দেখতে আরো বেশি চমৎকার লাগতো। কিন্তু একটি বানাতেই যত সময় লেগেছে আরেকটি বানানোর আর সাহস করতে পারিনি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
জুতা স্টাইলের কলমদানী দেখে একটি আমি কখনো দেখি নাই। সত্যি বলতে কমল অনেক পবিত্র জিনিস জুতার উপর না রাখাই ভালো। সরি, এটা আমার কথা বল্লাম আর কি। তবে আপনার তৈরি করা কলম দানি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
এটা তো সত্যি কারের জুতা নয় যে রাখা যাবে না। দেখতে জুতার মত। যাই হোক আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
গ্লিটার আর্ট পেপার ও টিস্যু রোল দিয়ে কলমদানি তৈরি চমৎকার আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে
নিখুঁতভাবে পুরো কাজটি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
খিবই ইউনিক একটি আইডিয়া গ্লিটার আর্ট পেপার ও টিস্যু রোল দিয়ে কলমদানি তৈরি আমার খুব ভালো লেগেছে।অনেক ধন্যবাদ ইউনিক একটি কাজ শেয়ার কারার জন্য।
আমার টিস্যু রোল এবং গ্লিটার আর্ট পেপারের কলমদানিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলেই আপনার এই কাজটি ইউনিক ছিল ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
দারুন ইউনিক একটা আইডিয়া ছিল আপু 👌। এত চমৎকার সব বুদ্ধি মাথায় নিয়ে কিভাবে যে ঘুরেন! ছোট ভাগ্নেরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে এই চমৎকার কাজটা দেখে । অসাধারণ ফিনিশিং হয়েছে। জুতোর সেপ টা এক কথায় পারফেক্ট। আর তার সাথে টিস্যু রোল দিয়ে কলমদানি 👌 ভাবতেই তো অবাক লাগছে।
ঠিক ধরেছেন আপনার ভাগ্নে খুবই খুশি হয়েছিল। কিন্তু এর স্থায়িত্ব ছিল এক ঘণ্টার মতো। ছোট জন ছিরে ফেলেছিলো। যাইহোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাহ কি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছেন আপু। খুব সুন্দর করে আপনি গ্লিটার পেপার এবং টিস্যুর রোল দিয়ে কলমদানি তৈরি করেছেন একদম ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করেছেন বোঝাই যাচ্ছে। আর তাই দেখতে চমৎকার লাগছে শুভকামনা রইল আপনার জন্য
সব সময় একটু ইউনিক ধরনের কাজ করার চেষ্টা করি। আপনাদের ভাল লাগে জেনে খুবই খুশি হই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার ও টিস্যু রোল দিয়ে কলমদানি তৈরি ভীষণ সুন্দর হয়েছে আপু। একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট দেখলাম। আপনি সবসময় ইউনিক আইডিয়া থেকে দারুন পোস্ট করেছেন। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। এটি দেখতে অনেকটা জুতার আকৃতির মত। তাই ভিন্ন মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
জ্বী আপু জুতার সেপয়েই তৈরি করেছি কলমদানিটি। বাচ্চাদের যাতে খুব পছন্দ হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
প্রথম অবস্থায় দেখে জুতা মনে হচ্ছে। গ্লিটার আর্ট পেপার এবং টিস্যু রোল দিয়ে কলমদানি টা দারুণ তৈরি করেছেন। বেশ চমৎকার লাগছে। অনেক সুন্দর তৈরি করেছেন কলমদানিটা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
শেপটা জুতার দেওয়ার চেষ্টা করেছি ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
খুবই চমৎকারভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে ও টিস্যু রোল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি আপনারা এরকম ইউনিক ধরনের ক্রিয়েটিভিটি দেখে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ইউনিক ধরনের ক্রিয়েটিভিটি দেখে আপনি অবাক হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ইউনিক কাজ করার চেষ্টা করি।ধন্যবাদ ভাইয়া।