You are viewing a single comment's thread from:

RE: আলোকচিত্র : শান্তিনিকেতনে কিছুদিন -০৯

in আমার বাংলা ব্লগ3 years ago

দুই কিলোমিটার মেলা একদিনে হেঁটে তো শেষ করা সম্ভব না। আর আপনারা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল। তারপরও চারঘন্টা ঘুরেছেন শুনে অবাক হলাম। সাঁওতালি বহুরূপী দেখতে কি ভয়ঙ্কর। রাতের বেলায় এমন কাউকে দেখলে তো পিলে চমকে যাবে। বাচ্চা বহুরূপী অল্প বয়সে ভিক্ষাবৃত্তিতে নেমে গিয়েছে দেখে খুবই খারাপ লাগলো।
শুধু কেনাকাটা করেছেন অনেক। খাওয়া-দাওয়ার গল্প তো তেমন করলেন না আজকে😜।

Sort:  

Thank You for sharing...