You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-১৯ || ছেলেরা ৩০ সেকেন্ডেই রেডি হয়, মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?

in আমার বাংলা ব্লগ2 years ago

বিয়ের পর মেয়েদের দেখা নিষেধ। দেখলে বউরা পিটিয়ে ভর্তা বানিয়ে দিবে। সেই ভয়ে প্রকাশ্যে দেখেন না। চুপি চুপি ঠিকই দেখেন। নাকে নাকফুল পড়া মেয়েটার মত।

Sort:  
 2 years ago 

সে কে ? তাকে কি আমি চিনি ? নাকে নাকফুল তো সব মেয়েরাই পরে ।

 2 years ago 

কে নাকি মেয়েদের দেখে না। আবার নাকে ফুল পরে চোখ বন্ধ করেই টের পায়।

 2 years ago 

আমি তো আসলেই দেখি না । কিন্তু, এটা জানি যে সব মেয়েই নাকফুল পরে ।

 2 years ago 

বুঝেছি। আপনি খুব ভদ্র ছেলে। শুধু মাঝে মাঝে দুস্টু চিন্তা আসে ঘর ভর্তি ------ এর।

 2 years ago 

ভদ্র অভদ্র সব ছেলেদেরই স্বপ্ন ওটা ;)

 2 years ago 

তাহলে কি আমার ঘরের জনেরও এই একই স্বপ্ন🤔🤔??

 2 years ago 

অবশ্যই একই স্বপ্ন । আমাদের স্বপ্ন আমরা মনের ভিতর চেপে রাখি । প্রকাশ করি না । পুরুষ জাতটাই এমন । মহৎ হৃদয়ের ।

 2 years ago 

আপনার কথা যদি সত্যি হয় আজকে খাবার বন্ধ। দাঁড়ান খোঁজ নিচ্ছি।
কিন্তু আপনার স্বপ্ন তো আপনি প্রকাশ করে ফেলেছেন।