RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৭ (বিজ্ঞান)
১.Shunpei Yamazaki
২.স্যার আলবার্ট আইনস্টাইন, আপেক্ষিকতাবাদ।এই সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে ভর ও শক্তির পরস্পরের তুল্য অর্থাৎ ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় ।
৩.ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না।
৪. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি।110,000 আলোকবর্ষ। পৃথিবী থেকে এন্ড্রমিডা 2.537 মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। সভ্য ১ লক্ষ কোটি তারা আছে ।
৫. ওয়ান থাউজেন্ড লীগ আন্ডার দা সি, যানটির নাম নটিলাস, লেখকের নাম জুল ভার্ন।
৬.আলো
৭. মুহাম্মাদ কুদরাত-ই-খুদা
৮.জগদীশ চন্দ্র বসু
৯.খ=খ
১০. চাঁদ পৃথিবীর চারপাশ ঘুরার পাশাপাশি নিজ অক্ষের উপরে একবার ঘুরে। এটি ঘরে সমলয় ভাবে। অর্থাৎ অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। এছাড়া পৃথিবী কে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে নিজ অক্ষের উপর ঘুরতে একই সময় লাগে। এসব কারণে পৃথিবী থেকে চাঁদের একপাশ দেখা যায়।