কাটুন পেপার দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।সবসময় ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো প্রতিদিন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে আসি। ভিন্ন পোস্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ওয়ালমেট গুলো বেশি ভালো লাগে। ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। যেকোনো ধরনের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর দেখায়। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ওয়ালমেট শেয়ার করার। ওয়ালমেট বানাতেও মোটামুটি ভালোই সময় লাগে। যেকোনো কাজ যত বেশি সময় নিয়ে করা হয় সেই কাজ দেখতে তত বেশি সুন্দর লাগে।
আজকে আমি কাটুন পেপার দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট। সবসময় রঙিন কাগজ কিংবা ক্লে দিয়ে কোনো না কোনো ওয়ালমেট শেয়ার করা হয়। কিন্তু আজ ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। আজ কাটুন পেপারের উপর পেইন্টিং এর মাধ্যমে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। ওয়ালমেটটিতে দেয়ালের উপর ফুল গাছের ড্রাম রয়েছে এমন একটি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্পূর্ণ ওয়ালমেট পোস্টার রং দিয়ে করা হয়েছে। আমার কাছে সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব ভালো লেগেছে। রঙের ছোঁয়ায় যেন সবকিছু রঙিন হয়ে গিয়েছে। কাটুন পেপারের উপর কালার করা খুবই কষ্টকর। আমরা অনেক সময় বিভিন্ন ড্রামের মধ্যেও ফুল গাছ লাগিয়ে থাকি। তাছাড়া যেসব দেয়ালের উপরে ফুল গাছ লাগানোর ড্রাম রাখা যায় সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
১. কাটুন পেপার
২.পোস্টার রং
৩. তুলি
৫.সুতা
১ম ধাপ |
---|
প্রথমে কাটুন পেপার গোল করে কেটে নিয়েছি। এরপর সাদা ও গোলাপী রং দিয়ে সম্পূর্ণ অংশ কালার করে নিলাম।
২য় ধাপ |
---|
এবার হলুদ কালার গ্লিটার পেপার চিকন করে কেটে ওয়ালমেটের চারপাশে লাগিয়ে নিলাম।
৩য় ধাপ |
---|
এখন নিচের কিছু অংশ ব্রাউন কালার করে নিলাম। এরপর একটা ড্রাম এঁকে নিয়েছি।
৪র্থ ধাপ |
---|
এরপর লাল কালারের কিছু ফুল এঁকে নিয়েছি।
৫ম ধাপ |
---|
এবার ফুলের চারপাশে লতাপাতা এঁকে নিলাম।
শেষ ধাপ |
---|
সবশেষে এবার নিচের অংশ কালো রং দিয়ে দেয়ালের ডিজাইন করে নিলাম। এরপর কালো ও গাঢ় সবুজ রং দিয়ে সব কিছু একটু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এভাবেই শেষ হলো আমার আজকের ওয়ালমেট তৈরি।
ফাইনাল আউটপুট |
---|
ওয়ালমেটের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা ওয়ালমেট'টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন,সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1856387143159165438?t=0p_hZg3CtLZtvd7el0eaPQ&s=19
কাটুন পেপার দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু খুব সুন্দর এবং ভিন্ন ধরনের ওয়ালমেট বানিয়েছেন দেখছি।আসলে নিজ হাতে বানাতে যেমন ভালো লাগে দেখতেও অনেক সুন্দর হয় পাশাপাশি মনেও অনেক শান্তি আসে। এরকম সুন্দর আরও কিছু দেখার অপেক্ষায় রইলাম আপু।
ঠিক বলেছেন আপু নিজ হাতে কোন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
কার্টুন পেপার দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে আপু বিশেষ করে ওয়ালমেট এর মধ্যে ফুলের দৃশ্যটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেটা বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে ওয়ালমেট এর মধ্যে ফুলের দৃশ্যটা বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। মূলত পেইন্টিং এর মাধ্যমে ওয়ালমেট টা ফুটিয়ে তুলেছেন। লাল রঙের ফুল গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু পেইন্টিং এর মাধ্যমে এই ওয়ালমেটটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু পোস্টার রং দিয়ে কিছু বানারে দেখতে বেশ ভালই লাগে। আজকে আপনি কার্টুন পেপার দিয়ে চমৎকার ভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট এর মধ্যে কি চমৎকার ও লতা পাতা ও আর্ট করেছেন। সত্যি বলতে এধরনের ওয়ালমেট গুলো যখন সম্পূর্ণ করা হয় তখন দেখতে বেশ ভালই লাগে। ধৈর্য ধরে কার্টুন পেপারের উপর চমৎকার ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
কার্টুন পেপার দিয়ে ভিন্ন ধরনের খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে সবুজ পাতার ফাঁকে লাল ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কাটুন পেপার দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।