মানুষ এবং ফল মিলিয়ে সুন্দর আর্ট || ১০℅লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আজ সুস্থ আছে। এখন আমার কাছেও অনেক ভালো লাগে। সবাই সবার পরিবারকে সাবধানে রাখার চেষ্টা করবেন।
আমি আবারও ভিন্ন ও ইউনিক পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আমার কাছে সবসময় ইউনিক পোস্ট শেয়ার করতে খুবই ভালো লাগে। ইউনিক পোস্ট দেখতে আপনারা যেমন মজা পান ঠিক তেমনি আমারও অনেক ভালো লাগে। আমি আজ আপনাদের সাথে যে আর্ট শেয়ার করবো তা হলো মানুষ এবং ফল মিলিয়ে সুন্দর আর্ট। আমি আজ সকাল বেলা এমন ফলের একটি কার্টুন দেখেছি। আমার কাছে সেই কার্টুন অনেক ভালো লেগেছে তাই ভাবলাম হয়তো এই ফল আঁকলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মানুষের মতো চোখ আর মুখ দিয়েছি বলে এর নাম মানুষ এবং দেখতে ফলের মতো বলে এর নাম ফল দিয়েছি। তাহলে চলুন দেখে নেই সেই সুন্দর আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ রাবার
★ সাইনপেন
১ম ধাপ
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে সুন্দর ভাবে একটি ফলের ডিজাইন আর্ট করে নেব।
২য় ধাপ
এবার সেই ফলের উপরে কিছু পাতা এঁকে নেব।
৩য় ধাপ
এরপর মানুষের মতো দুটো চোখ সুন্দর ভাবে এঁকে
নেব।
৪র্থ ধাপ
এবার চোখের নিচে সুন্দর করে মানুষের মতো মুখ এঁকে নেব
৫ম ধাপ
এখন সম্পূর্ণ ফলকে লাল কালার দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।
৬ষ্ঠ ধাপ
এবার ফলের পাতাগুলো সবুজ কালার দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।
শেষ ধাপ
এবার সবশেষে ফলের মুখ সুন্দর ভাবে কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের মানুষ এবং ফল মিলিয়ে সুন্দর আর্ট।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbja4sC5ZUQ1cTzZwYPsSiJ8fyCFS8g2jAJtXkWi8s8oi/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdkckySfU4dLA17wixLyomDfqmijASCbrGn3ceCYuhgNM/2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
Support @heroism Initiative by Delegating your Steem Power
![RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZQ7F9Zp7jdu2Dym9AU62Tj5fHdsZoC1pamo6EkKJXC7K/RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png)
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1567501728983166977?s=20&t=JEA2_riDikErYiotdk-iqA
Sweetness overload! 👏🥭🍓🍍🍉Yes! Re-shared.
বিভিন্ন কার্টুন সিরিজে এই ধরনের ক্যারেক্টার দেখা যায়। আমার তো বেশ মিষ্টি লেগেছে আপনার ছবিটা। মুখের হাসিটার ভেতরে দুষ্টুমির একটা ব্যাপার আছে। এই জিনিসটা বেশি আকর্ষণ করলো আমাকে। চমৎকার এঁকেছেন ছবিটা।
আপনাদের মনকে আকর্ষনীয় করার জন্যই মূলত আমার এই আর্ট করা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার ফল এবং মানুষের কার্টুন আঁকাটি চমৎকার হয়েছে আপু। দুষ্টু হাসির কার্টুনটি অসাধারণ এঁকেছেন। আমিও ট্রাই করবো মজার আঁকাটি। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আঁকা টি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু একবার একে নিয়েন আমার মতো মজা পাবেন।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কার্টুন এর আর্টটি দারুন হয়েছে।লাল রঙের হওয়াতে ফুটিয়ে উঠেছে দারুনভাবে। আপনার পোস্ট গুলো অনেক ভালো লাগে কারন আপনি সবসময় ইউনিক পোস্ট শেয়ার করে থাকেন। ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
খুবই সুন্দর ছিল মানুষ এবং ফলের কম্বিনেশন, দেখে মনে হচ্ছে ফলটি স্ট্রবেরি, স্ট্রবেরির এরকম মানুষের মুখমণ্ডল বেশ ভালোই লাগছে দেখতে, শুভকামনা রইল আপনার জন্য।