You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘদিন পর ফুটবল মাঠে

in আমার বাংলা ব্লগ11 days ago

আপনাদের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি বাপ বেটা মিলে মাঠে বসে ফুটবল খেলা দারুন উপভোগ করেছেন। তাও আবার একদম মঞ্চের প্রথম সারিতে বসে,এত কাছ থেকে ফুটবল খেলে দেখতে পেয়ে নিশ্চয়ই বাবু খুব আনন্দ পেয়েছে। ছোটবেলায় যখন গ্ৰামে ছিলাম তখন ঈদের পরে আমাদের বাড়ির সামনে ফসলের খালি জমিতে এভাবে ফুটবল খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে এসব কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। শহরের মানুষ শুধু ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত। কিন্তু আমাদের জাতীয় খেলার নাম যে ফুটবল তা তারা একদমই ভুলে গিয়েছে। সেজন্য ফুটবলের গ্যালারি একদমই দর্শক শূন্য হয়ে থাকে। আমাদের দেশে প্রতিভার সঠিক মূল্য দেয় না বলেই প্রতিভাবান ব্যক্তিরা বিদেশে চলে যায়। জাতীয় খেলা হয়েও আজ সেই খেলার কোনো জনপ্রিয়তা নেই। যখন চোখের সামনে তরুণ বয়সের স্মৃতি চলে আসে তখন সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। সেজন্য কষ্ট হলেও মেনে নিতে হয়। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

Sort:  
 11 days ago 

হ্যাঁ আপু, বাবু ভীষণ আনন্দিত হয়েছিল কেননা ও স্বচক্ষে সামনে থেকে দেখছিল সবকিছু এজন্য। তাছাড়া খেলাধুলার বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি বলবো, সবটাই তো জানেন।