আপু বর্তমান যুগ এতটাই আধুনিকতা হয়ে গিয়েছে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে গেলেও ব্রিবতকর পরিস্থিতিতে পরতে হয়। সাধারণত দেখেন ছোটবেলায় শুধু পরিবার নয় আশেপাশে সবাই মিলে একসাথে বসে টিভেতে সাপ্তাহিক ছায়াছবি দেখা যেতো। এতটাই সামাজিক ছিল কিন্তু বর্তমানে একা বসে দেখলেও বিরক্ত লাগে কারন সামাজিক বলতে কিছু নেই। যেই যুগে এসে পরিবারের সবাই মিলে একটু ভালো সময় কিংবা কিছু দেখা না যাবে,সেই আধুনিক যুগের সত্যিই প্রয়োজন ছিল না। দিন দিন ছেলে মেয়েরা নির্লজ্জ হয়ে যাচ্ছে। যারজন্য পৃথিবীটা পাপাচারে ভরে যাচ্ছে। ঐ পরিবারের লোকজন হয়তো তাদের সুন্দর সময়টা ঠিক ভাবে কাটাতেও পারেনি। এভাবেই হয়তো একদিন এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে।