"টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি"

in আমার বাংলা ব্লগ10 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেক দিন পর আবার আপনাদের সাথে শেয়ার করবো। তবে এই রেসিপিটি আমি অসুস্থ্য হওয়ার আগে তৈরি করেছিলাম। এখন অসুস্থ্য থাকার কারণে কিছুই করতে পারছি না। অনেক দিন রান্না করা থেকে বিরত আছি। তাই আর নতুন কোন রেসিপি তৈরি করতে পারছি না। তবে আঙ্গুর ফলের চাটনি খেতে বেশ মজার। আঙ্গুর ফল খেতে খুবই স্বাদের।আমাদের ঘরে প্রায়ই আঙ্গুর ফল আনা হয়। সবাই আঙ্গুর ফল খেতে পছন্দ করে। একবারে অনেক ফল আনার জন্য আঙ্গুর ফল গুলো খাওয়াই হচ্ছিলো না। তাই ভেবেছিলাম আঙ্গুর ফল দিয়ে চাটনি তৈরি করা যাক।আঙ্গুর ফল তো টক তাই চাটনি তৈরি করলে বেশ মজার হবে। রান্নার পর খেয়ে দেখি সত্যি অনেক মজার হয়েছিলো।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না। মাত্র পাঁচ মিনিটে রান্না শেষ।চাইলে আপনারা ও বাড়ীতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।

IMG_20240129_123405.jpg
উপকরণ:
১.আঙ্গুর ফল - ১০০ গ্রাম
২. কালো সরিষা - ১ চামচ
৩. শুকনো মরিচ - ২ টি
৪. চিনি - ১ চামচ
৫.সাদা তেল -১ চামচ
৬.লবণ - ১ চামচ
৭. হলুদ - হাপ্ চামচ

IMG_20240129_113555.jpg
১.প্রথমে আঙ্গুর ফল গুলো জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে ফল গুলোর মাঝ বরাবর কেটে নিতে হবে।

IMG_20240129_113953.jpg

IMG_20240129_114359.jpg
২. এরপর চুলার উপর কড়াই বসিয়ে দিতে হবে।কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কালো সরিষা ও শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে কেটে নেওয়া আঙ্গুর ফল গুলো দিয়ে দিতে হবে।

IMG_20240129_122257.jpg

IMG_20240129_122314.jpg

IMG_20240129_122344.jpg
৩.আঙ্গুর ফলের ভিতরে পরিমান মতো লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আঙ্গুর ফল দিয়ে জল বের হবে।

IMG_20240129_122402.jpg

IMG_20240129_122428.jpg

IMG_20240129_122458.jpg

IMG_20240129_122518.jpg
৪. এরপর সামান্য জল ও এক চামচের মতো চিনি দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষন জ্বাল দিতে হবে। পাঁচ মিনিটের মত জ্বাল দেওয়া হলে জল টেনে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20240129_122716.jpg

IMG_20240129_123142.jpg

IMG_20240129_123353.jpg
এবার তৈরি হয়ে হয়ে গেল টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি। এটি আপনারা গরম ভাতের সঙ্গে ও খেতে পারেন।

Sort:  
 9 months ago 

বৌদি আপনি রেস্টে থাকুন। কোন ভারী কাজ করতে যাবেন না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে যান। অপেক্ষায় আছি দাদা যেদিন বলবে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।

সারাদিন শুয়ে বসে থাকলেও অনেক সময় খারাপ লাগে। মন খারাপের সময় এভাবে পোস্ট লেখার চেষ্টা করবেন অথবা কোন গল্প নিয়ে চলে আসবেন দেখবেন আপনারও সময় কাটবে।

আজকে যে রেসিপিটা শেয়ার করছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আঙ্গুর ফল আমার সবচেয়ে প্রিয় ফল, আর সেটার চাটনি দেখতেই তো চমৎকার লাগছে।

 9 months ago 

শুনে খুব খারাপ লাগলো বৌদি, আপনি অসুস্থ। আল্লাহ্‌ আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করুক, এই দোয়া করি। পোষ্টটা করার প্রায় ৭ দিন হয়ে গেলো, নতুন পোষ্ট আসে নি, এর মানে আপনি এখনো সুস্থ হোন নি।

বেড রেষ্ট করুন বৌদি, পুরোপুরি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন আর এই রকম ইউনিক রেসিপি শেয়ার করুন।

আমি এই প্রথম আঙুর এর চাটনির কথা শুনলাম। দেখে খুব টেষ্টি মনে হচ্ছে, যেকোনো ধরনের চাটনি আমার অনেক পছন্দের। ইশশ যদি খেতে পারতাম। বৌদি, আপনার এই ছোট ভাইটির জন্য কিন্তু পাঠিয়ে দিবেন, হেহে।

 9 months ago 

আঙ্গুর ফলের চাটনি দেখেই তো খেতে ইচ্ছে করছে বৌদি।আপনার রেসিপিটি একদমই ইউনিক লেগেছে আমার।কেননা এভাবে যে আঙ্গুর ফলের চাটনি তৈরি করা যায় কখনো দেখাও হয়নি খাওয়াও হয়নি।দারুন ছিল রেসিপিটি।ধন্যবাদ বৌদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

টক মিষ্টি আঙ্গুর ফল এর এই চাটনি রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। আসলে আপনি এখন অসুস্থ যার কারণে অনেকদিন হলো রেসিপি আপনি তৈরি করেন না এবং রেসিপি তৈরি থেকে বিরত আছেন। তবে এটি আগে তৈরি করা ছিল।তাই শেয়ার করলেন। আপনার সুস্থতা কামনা করছি বৌদি। আর আপনি এই রেসিপিটা দেখে আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আঙ্গুর ফলের যে এভাবে চাটনি করা যায় তা আমার জানা ছিল না। চাটনিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম কিভাবে আঙ্গুর ফল দিয়ে চাটনি তৈরি করতে হয়। অবশ্যই বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আহ্ দিদি টক-মিষ্টি আঙুর ফলের চাটনি খেতে কতই না সুন্দর হয়েছে। আঙ্গুর ফলের চাটনি রেসিপি অবশ্য কখনো খায়নি তবে আপনার রেসিপিটি দেখে ভীষণ লোভ পাচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দিদি আজ আপনি ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। আঙ্গুর ফলের টক মিষ্টি চাটনি আমার কখনো খাওয়া হয়নি। আপনি চমৎকার ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। আমি শিখে নিলাম।বাসায় একদিন করবো আশাকরি।ধন্যবাদ দিদি মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দিদি শুরুতেই আপনার সুস্থতা কমনা করছি ঈশ্বরের কাছে , আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠুন ৷ এবং পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুন ৷ যাই হোক , আজ কিন্তু বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে আঙ্গুর ফল সবাই পছন্দ করে ৷ আপনি অনেক সুন্দর ভাবে টক মিষ্টি আঙ্গুর ফলের চাটনি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর , মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 9 months ago 

আঙ্গুর ফল আমার কাছেও বেশ মজা লাগে যেহেতু বাসায় একবারে অনেক আঙ্গুর ফল নিয়ে এসেছিল তাই আঙ্গুর ফলের চাটনি তৈরি করেছিলেন। তবে আঙ্গুর ফল দিয়েও যে চাটনি তৈরি করা যায় সেটা আজকে আপনার পোস্ট দেখে জানতে পারলাম। বলতে পারেন এটা আমার দেখা একটা ইউনিক রেসিপি।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অনেকটাই অসুস্থ আপনি এটা জেনে খুবই খারাপ লাগছে দিদি, দোয়া করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুন। যাইহোক অসুস্থ থাকার কারণে রান্নাবান্না করতে পারছেন না তারপরেও আপনি আমাদের মাঝে আঙ্গুর ফলের চাটনি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক রকম চাটনি খাওয়া হয়েছে তবে এই প্রথমবার এরকম আঙ্গুর ফলের চাটনি দেখলাম কিন্তু কখনো খাওয়া হয়নি। ইউনিক ধরনের একটা চাটনি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile