ডাই : ক্লে দিয়ে শীতকালীন সবজি তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর ক্লে দিয়ে শীতকালীন সবজি তৈরি করলাম।
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে আবারো নতুন করে কি তৈরি করব এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে গেলাম। যেহেতু শীতকাল চলছে, তাই জন্য ভাবলাম শীতকালীন সবজি তৈরি করি। যেহেতু কালারফুল ক্লে এইজন্য এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে আমি কয়েক রকমের সবজি তৈরি করতে বসে পড়ি। এখানে আমি ফুলকপি, গাজর, বেগুন, ক্যাপসিকাম তৈরি করলাম। এরপর একটা প্লেট তৈরি করে এর উপরে সবগুলো সবজি রেখে সাজিয়ে নিলাম। সত্যি বলতে এগুলো কিন্তু আমার কাছে দারুন লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• কাঁচি
• গাম
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর এটাকে একটু লম্বা আকৃতির করে এর উপরে চিকন করে কয়েকটা দাগ দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপর আমি সাদা কালারের প্লে দিয়ে চিকন করে কয়েকটা শেকড় লাগিয়ে নিলাম। এরপর সবুজ কালারের পাতার মতো তৈরি করে উপরের অংশে লাগিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি একই রকমের দুইটা গাজর তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি সাদা কালারের ক্লে দিয়ে ছোট ছোট করে কতগুলো গোল করে সবগুলো একসাথে এড করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর কয়েকটা পাতা তৈরি করে চারপাশে লাগিয়ে দিলাম। এরপরে উপরের অংশে ছোট ছোট করে কতগুলো দাগ বসিয়ে দিলাম। এভাবে আমি দুইটা ফুলকপি তৈরি করে নিয়েছি।
ধাপ - ৬ :
এরপরে আমি বেগুনি কালারের ক্লে একটু গোল করে বাঁকা করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর সবুজ কালারের ফুল দিয়ে বেগুনের উপরের অংশে লাগিয়ে নিলাম। এভাবে আমি দুইটা বেগুন তৈরি করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর আমি লাল কালার ক্লে দিয়ে গোল করে নিলাম। এরপর চারপাশের অংশে কয়েকটা দাগ দিয়ে দিলাম।
ধাপ - ৯ :
এরপর আমি উপরের অংশে সবুজ কালার দিয়ে এটা লাগিয়ে নিলাম।
ধাপ - ১০ :
এরপর একটা প্লেট তৈরি করে নিলাম। এরপর আমি প্লেট এর উপরে সবজি গুলো বসিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
জাস্ট অসাধারণ একটি ডাই প্রজেক্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আপনার হাতের কাজের প্রশংসা না করে পারলাম না। এখন শীতকাল চলছে এবং বাহারি রংয়ের সব পুষ্টিকর সবজি পাওয়া যাচ্ছে বাজারে। আর আপনি ক্লে দিয়ে সেই চমৎকার সবজি গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নিঃসন্দেহে অসাধারণ একটি কাজ ছিল।
https://x.com/TASonya5/status/1876123692960461162?t=Cq_PNvGPhUAusw3tHVEd6w&s=19
আপনার পোস্টটি দেখে হঠাৎ করে আমি ভেবেছিলাম যে শীতকালীন সবজির ফটোগ্রাফি করেছেন। পরে ভালোমতো দেখলাম যে এগুলো আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। খুব চমৎকার লাগছে সবজিগুলো দেখতে। একেবারে সত্যি কারের সবজি মনে হচ্ছে। বিশেষ করে ফুলকপি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে শীতকালীন সবজি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সবজি গুলো দেখে প্রথমে আমি মনে করেছিলাম যে এগুলো সত্যিকারের সবজি। আসলেই আপনি এতটাই সুন্দর ভাবে তৈরি করেছেন যা দেখে বোঝার উপায় নাই যে এটা সত্যিকারের কিনা ক্লে দিয়ে তৈরি করা।
আপু এমন সবজি তৈরি করতে পারলে বাজারের সবজির কোন দরকার নেই। আপনার সব গুলো সবজি অনেক মজা লেগেছে। আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু সবজি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত দেখে সত্যিই মুগ্ধ হই। আসলে সময়োপযোগী কিছু তৈরি দেখলে অনেক ভালো লাগে। 🥕 টমেটো ফুলকপি বেগুন খুব সুন্দর করে ক্লে দিয়ে তৈরি করলেন দেখতে দারুণ লাগছে।
ক্লেরর বানানো জিনিসগুলো দেখতে অনেকটা বাস্তবের মতই লাগে। আপনারগুলোও দেখতে অনেকটা তাই লাগছে। বেশ সুন্দর বানিয়েছেন। ফিনিংসও বেশ সুন্দর হয়েছে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে একদম বাস্তবের মতো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে শীতকালীন সবজি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি গুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তবের। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবজি গুলো তৈরি করেছেন।
ক্লে দিয়ে খুব সুন্দর শীতকালীন সবজি তৈরি করেছেন। ফুলকপিটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। একদম পারফেক্টলি এগুলো তৈরি করেছেন। ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।