আর্ট :- শুভ জন্মদিন সুমন ভাইয়া।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আর আজকে শুরুতেই আমাদের প্রিয় @rex-sumon সুমন ভাইয়াকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সুমন ভাই আমার বাংলা ব্লগের অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। যাকে ছাড়া হয়তোবা আমার বাংলা ব্লগ অসম্পূর্ণ থেকে যেতো। এখানে কাজ করার পর থেকে প্রত্যেকটা কাজেই সবসময় ভাইয়ার কাছ থেকে সাহায্য পেয়েছি। তার জন্মদিন মানে আমাদের জন্যও অনেক স্পেশাল। ভার্চুয়ালি হলেও আমরা যেন সবাই একজন একজনের পরিচিত। তাই জন্য আমি মনে করি ভার্চুয়ালি ভাবে জন্মদিন পালন করতে পেরেও অনেক আনন্দিত। আসলে আজকে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তার জন্য ভাবলাম জন্মদিনের গিফট হিসেবে একটা আর্ট করি। সুমন ভাইয়া তার পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুক আনন্দে থাকুক এটাই কামনা। আজকের দিনটা তার জীবনে হাজারো বছর ফিরে আসুক। আশা করব আমার করা আর্ট ভাইয়ার ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট মার্কার কলম দিয়ে ব্যবহার করেছি। মার্কার কলম ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20231228_124130.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• মার্কার কলম
• পেন্সিল
• রাবার
• কাটার

20231215_123556.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর পেন্সিল দিয়ে ডিজাইন করে একটা হ্যাপি বার্থডে লিখে নিলাম।

1000055684.jpg

ধাপ - ২ :

এরপরে আমি কালো মার্কার কলম দিয়ে ভিতরের অংশটা একটু একটু করে কালো করে নিলাম।

1000055685.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি একটু একটু করে দুইটা লেখাকে কালো রং করে নিলাম।

1000055686.jpg

ধাপ - ৪ :

এরপর আমি নিচের অংশে একটা ডিজাইন করা শুরু করি। আমি চিকন কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম।

1000055687.jpg

ধাপ - ৫ :

এরপরে নিচের অংশে এবং পাশের অংশে ও আমি আরো কিছুটা ডিজাইন একটু একটু করে করে নিলাম।

1000055688.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি মাঝখানের অংশ কিছুটা ডিজাইন করে নিয়েছি।

1000055689.jpg

ধাপ - ৭ :

এরপর আমি উপরের অংশে একটু একটু করে আরো কিছুটা বিভিন্ন ডিজাইন করে নিলাম।

1000055690.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি চারপাশে আর্টের ডিজাইন করে পুরো আর্ট সম্পূর্ণ করলাম।

1000055691.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20231228_124129.jpg

20231228_124130.jpg

20231228_124123.jpg

20231228_124127.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

প্রথমে সুমন ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন।

সুমন ভাইয়া তার পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুক আনন্দে থাকুক এটাই কামনা করি। জন্মদিনের আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। খুবই সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে জন্মদিনের আর্ট করেছেন । দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ অত্যন্ত নিখুঁতভাবে অঙ্কন করেছি জন্মদিনের আর্ট। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

প্রথমেই সুমন ভাইকে জানাই তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে তুমি এত সুন্দর একটা আর্ট করেছো দেখে সত্যি খুব ভালো লেগেছে। সব সময় দোয়া করি সুমন ভাই যেন নিজের পরবর্তী জীবনটাও ভালোভাবে কাটাতে পারে। ওনার দীর্ঘায়ু কামনা করি। নিজের পরিবারকে নিয়ে যেন সবসময় আনন্দে থাকে এটাই দোয়া করি। আশা করছি তোমার করা এই আর্ট সুমন ভাইয়ের অনেক বেশি পছন্দ হবে।

 last year 

সত্যি সুমন ভাইয়ার জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা রইলো।

 last year 

প্রথমেই শুরু হয়ে গেছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভাইয়া দীর্ঘায়ু কামনা করছি।

ভাইয়ের আজকে জন্মদিন তা জানা ছিল না। ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। আসলে ভার্চুয়ালি হলেও এতে আন্তরিকতাব বৃদ্ধি পায়।

Posted using SteemPro Mobile

 last year 

হুম ঠিক বলেছেন, এতে আন্তরিকতা সত্যি বৃদ্ধি পায়।

 last year 

প্রথমেই জানাই আমাদের প্রিয় @rex-sumon ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 😍😍আসলেই পরিচয় গুলো ভার্চুয়ালি হলেও, যেন খুবই পরিচিত এবং কাছের! সুমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি বেশ সুন্দর করে উইশ করেছেন আপু। চমৎকার হয়েছে আপনার উইশযুক্ত পেইন্টিং টি।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন পরিচয় গুলো ভার্চুয়ালি হলেও, যেন অনেক কাছের মনে হয় সবাইকে।

 last year 

প্রথমে আমাদের সবার প্রিয় সুমন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তার জীবনটা সুন্দর হোক সব সময় ভালো থাকুক এই কামনা করি। আপনি সুমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। আর সুমন ভাই আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক। ধন্যবাদ আপনাকে সুমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বেশি কিছু তো করতে পারব না তাই চেষ্টা করলাম ভাইয়ার জন্মদিন উপলক্ষে একটা আর্ট করি।

 last year 

আমাদের প্রিয় সুমন ভাইয়ের জন্মদিনের উপলক্ষে সুন্দর একটি আর্ট করেছেন। সুমন ভাইয়ের জন্মদিনের উপলক্ষে সুমন ভাইকে জানাই মন থেকে শুভেচ্ছা। আর সুমন ভাইয়ের সুন্দর জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সুমন ভাই অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকুক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য সুমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে।

 last year 

ভাইয়ার জন্মদিন উপলক্ষে সুন্দরভাবে আর্ট করে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম।

 last year 

আমাদের প্রিয় @rex-sumon ভাইয়ার জন্মদিন উপলক্ষে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইয়ার জন্মদিনকে কেন্দ্র করে আপনি আজ চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন। দারুন হয়েছে আপু।আপনি আর্টের মাধ্যমে ভাইয়াকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন।আশাকরি ভাইয়া ভীষণ খুশী হবেন আপনার এই শুভেচ্ছা তে। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করলাম আপু আর্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা ভাইয়ার কাছে পৌঁছে দিতে।

 last year 

সুমন ভাইয়ের জন্মদিনের আর্ট পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা সবাই সুমন ভাইয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো তার যেনো সব স্বপ্ন পূরণ হয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া সুমন ভাইয়ের জন্য সব সময় দোয়া করি।