লাইফ স্টাইল :- ফুড ফরেস্টে স্পেশাল কফি খাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
মাঝেমধ্যে রেস্টুরেন্টে যেতে ভালোই লাগে। এটা বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম। হঠাৎ করে সন্ধ্যেবেলা ভাবতেছিলাম বাইরে বেরিয়ে একটু ঘুরতে যাবো। তবে এমনিতে অন্য কোন কিছুর উদ্দেশ্য ছিল না। আসলে মাঝেমধ্যে ভালো না লাগলে একটু বাইরে বের হলে ভালোই লাগে। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম কোথায় যাবো সেটা ঠিক করিনি। এমনিতেই রাস্তায় একটু ঘুরাঘুরি করতে ছিলাম। তখন আবার বাইক নিয়ে চলে গেলাম একটু বাজারের দিকে। হঠাৎ করেই চোখে পড়লো ফুড ফরেস্ট রেস্টুরেন্টের দিকে।
তাই জন্য ভাবলাম সেখানে গিয়ে কিছু একটা খাবো। তবে এমনিতে আমার খুব বেশি খেতে ইচ্ছে করছিল না। তবে বাইরে ঘুরতে এসে ভীষণ ভালোই লাগতেছিল। এরপরে নিচে বাইক রেখে চলে গেলাম ফুড ফরেস্ট। এই রেস্টুরেন্ট মূলত তিন তলার উপরে ছিল। তো আমরা প্রথমেই সেখানে উঠে গেলাম। রেস্টুরেন্টের সামনে প্রথমে একটা ফটোগ্রাফি করে নিলাম। এরপরে দেখলাম এখানে কিছু খুব সুন্দর পেইন্টিং করা হয়েছে। এগুলো অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। দেওয়ালের মধ্যে ডেকোরেশন গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে।
এটা দেখে আমি নিজেই চলে গেলাম ফটোগ্রাফি করতে। আমি নিজেও দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আমি ভাবতেছি দেওয়ালে এই পেইন্টিং গুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তবে যারা ডেকোরেশন করে তাদের জন্য হয়তোবা সহজ হবে। তবে দেওয়ালটা দেখতে বেশি দারুন লাগছিল। আমি রেস্টুরেন্টে আরো একটি সুন্দর সুবিধা দেখতে পেলাম, বাচ্চাদের জন্য কিছু খেলনার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে এটা কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আবার দেখলাম খুব সুন্দর একটা দোলনা রয়েছে।
আমি একা বসে ছিলাম দোলনায়। মনে করেন রেস্টুরেন্টে এসে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে নিলাম। রেস্টুরেন্টে বসে আবার ফটোগ্রাফি করে নিলাম। এ বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া এর রেস্টুরেন্টে ডেকোরেশনটা খুবই সুন্দর। এরপরে গিয়ে বসলাম টেবিলে। তবে এই যে বললাম আমার খুব খেতে খেতে ইচ্ছে করছিল না। পরে ভাবলাম স্পেশাল কফি অর্ডার করি। শুনেছি এখানকার কফি নাকি দারুন। তবে আমি এর আগে এখানে আসলে ও কফি খাওয়া হয়নি।
এরপরে অর্ডার দেওয়ার পর কফি চলে আসলো। তো আমরা বসে কথা বলছিলাম আর আস্তে আস্তে কফি খাচ্ছিলাম। কফির কালার টা দেখেই বুঝতে পারছেন বেশ দারুন ছিল। খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বেশ কিছুক্ষণ আস্তে আস্তে কপিটা শেষ করে ফেললাম। যেহেতু আর অন্য কিছু খাব না তাই জন্য বিল দিয়ে দিতে বললাম। এরপরে বিলটা দিয়ে আমরা আবারো বেরিয়ে পড়লাম। কবে অল্প কিছুক্ষণের জন্য মুহূর্তটা বেশ ধারুণ কাটিয়েছিলাম। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
দেওয়ালে পেইন্টিং গুলো চমৎকার লাগছে দেখতে। আপনারা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে সময় কাটিয়েছেন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। কফি টা দেখে খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। এই কফি গুলো আমারও মাঝেমধ্যে খাওয়া হয়। আপনাকে ধন্যবাদ আপু আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
কফিটা খেতে দারুন ছিল। দেখতে যেমন লাগছে খেতেও খুব ভালো লেগেছিল।
https://x.com/TASonya5/status/1871423984149148141?t=3387o6iTiOvFeoiEkVtNjw&s=19
বেশ সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে। রেস্টুরেন্ট ওনারের আর্ট বেশ পছন্দ মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনাদের কফি খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে।
কফির দাম তো বললেন না!! বিল দেখে মনে হচ্ছে একেবারে কম হবে না।
কেউ যদি রক্তস্বল্পতার জন্যে আয়রন বড়ি/ট্যাবলেট খায় অথবা আয়রণ সমৃদ্ধ খাবার খায়, তাহলে কয়েকটা জিনিস তার মাথা রাখতে হবেঃ
PPI গ্রুপের গ্যাসের ওষুধ যেমন অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল ইত্যাদি, tetracycline গ্রুপে এন্টিবায়োটিক, চায়ের মধ্যকার tannin নামক উপাদান, ট্যাবলেটের কিংবা খাবার মধ্যকার আয়রণকে খাদ্যনালী থেকে রক্তে যেতে বাধাগ্রস্থ করে। ভিটামিন সি এগুলোর বিপরীত কাজ করে। অর্থাৎ ভিটামিন সি আয়রনকে খাদ্যনালী থেকে বেশী বেশী রক্তে ঢুকিয়ে দেয়।
এজন্যে আয়রন ট্যাবলেট বা আয়রনযুক্ত খাবার খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে চা খাওয়া যাবে না।
আয়রণের সাথে গ্যাসের ওষুধ খাওয়া লাগলে PPI ছাড়া অন্যগুপের ওষুধ খেতে হবে। যেমন, এন্টাসিড বা রেনিটিড গ্রুপের ওষুধ খাওয়া যেতে পারে।
আয়রনের সাথে ভিটামিন সি বা অন্যান্য সাইট্রাস ফল খেতে হবে!
কমেন্ট করতে এসে আপনার শেয়ার করা ক্ষুদে বার্তাটি নজর কেড়ে নিলো। নতুন কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
রেস্টুরেন্টের বাইরের ছবিতে নেইম প্লেট দেখেই মনে হয়েছে আরেহ, এটা তো সরাসরি হাতে আঁকা মনে হচ্ছে! ভেতরেও সুন্দর সুন্দর দেয়াল আর্ট দেখে ভালো লাগলো। আপনাকেও বেশ সুন্দর স্নিগ্ধ লাগছে আপু। মাঝে মাঝে এভাবেই উদ্দেশ্য ছাড়া এদিক সেদিক বের হয়ে কিছুটা ভালো সময় কাটাতে পারলে বেশ ভালোই লাগে!
অনেক সুন্দর সুন্দর আর্ট ছিল দেয়ালে। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপু আপনার পোস্টের শেষের অংশে এডিট করতে হবে। কিছুটা বাড়তি অংশ রয়ে গেছে। মাঝে মাঝে বাহিরে খেতে গেলে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি দারুন সময় কাটিয়েছেন বুঝতে পারছি আপু। আসলে মাঝে মাঝে এরকম সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি মানসিক শান্তি পাওয়া যায়।
বলার জন্য ধন্যবাদ আপু। আমি ঠিক করে নিয়েছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কফি আমার খুব পছন্দের নয় তবে মাঝেমধ্যে খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে আপনার ভাইয়ের সাথে। আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ কফি খাওয়ার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
আমার তো অনেক ভালো লাগে কফি খেতে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
দেখে মনে হল বেশ মজার হবে কফি গুলো। কিছু কিছু রেস্টুরেন্টের কফি খুবই টেস্ট হয়। আর মাঝেমধ্যে বাইরে যেয়ে কিছু খেতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে। যদিও আমরা ঘরে তৈরি করে খেতে পারি কিন্তু সব সময় নিজের হাতে তৈরি করা খাবার খেতে ইচ্ছে করে না। অনেক সুন্দর একটি সময় কাটালেন। আর রেস্টুরেন্টের দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো।
আসলে অনেক মজার ছিল কফি গুলো। রেস্টুরেন্টের দৃশ্য দেখতে আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপু কফির কালার দেখেই মনে হচ্ছে কফিটা খুবই স্বাদের হবে।আর হয়েছিল ও স্বাদের।আপনি আপনার সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুভুতি গুলো অনেক ভালো লেগেছে আমার।অনেক ধন্যবাদ জানাই আপু সুন্দর কিছু অনুভূতি শেয়ার করার জন্য।
কফি খাওয়ার অনুভূতি সুন্দর করে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে।