(এসো নিজে করি) আর্ট :- বড় ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG-20240508-WA0004.jpg

IMG-20240508-WA0021.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বড় ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং করলাম।

আসলে কিছুদিন আগে অনেক বড় বড় কয়েকটা ক্যানভাস অনলাইনে অর্ডার করে এনেছিলাম। অনেকদিন ধরেই আমার ইচ্ছে বড় ক্যানভাসে পেইন্টিং করব। তবে আমি কিন্তু জানতাম এটা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের একটি কাজ। কারণ আমরা এমনিতে যে পেইন্টিং গুলো করি সেগুলো থেকে অন্তত 3-4 গুণ বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তারপরেও আমি ভেবে নিয়েছি এই কাজটা আমি করবো। কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা। সেই অনুসারে আমি একটি বড় ক্যানভাসে পেইন্টিং করতে বসে পড়লাম।

তবে এই পেইন্টিং এর মধ্যে একটা লেয়ারের উপরে কয়েকটা লেয়ার দিতে হয়েছে। আর এইরকম করে পেইন্টিং করলেই মূলত পেইন্টিংটা আরো বেশি সুন্দর হয়। আমি অবশ্য একদিনে পুরো পেইন্টিংটা শেষ করতে পারিনি। এজন্য দুইদিনে পুরো পেইন্টিং টা শেষ করেছি। এখানে আমি খুব সুন্দর একটা গ্রামের দৃশ্য এঁকেছি। আসলে বড় ক্যানভাসে এরকম দৃশ্য গুলো বেশি ভালো লাগে দেখতে। আমার ইচ্ছে ছিল পেইন্টিং স্ট্যান্ডে বড় ক্যানভাস বসিয়ে পেইন্টিং করার। আর সেটা পূরণ করতে পেরে ভীষণ ভালো লাগলো। পেন্টিংটা শেষ করে আমি নিজেও এর সাথে ফটোগ্রাফি করলাম। আশা করছি পরবর্তীতেও আপনাদের মাঝে অনেক বড় বড় ক্যানভাসে পেইন্টিং করে শেয়ার করব। আশা করি আজকের পেইন্টিং টা আপনাদের ভালো লেগেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240508-WA0022.jpg

IMG-20240508-WA0017.jpg

আঁকার উপকরণ

• বড় ক্যানভাস
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বড় ক্যানভাস নিলাম। এরপর আমি উপরের অংশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20240508-WA0009.jpg

ধাপ - ২ :

এরপরে এক পাশের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে গাছের একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর আবারও সবুজ এবং টিয়া কালার দিয়ে গাছের পাতাগুলো হাইলাইটস করে নিলাম।

IMG-20240508-WA0008.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এক পাশে একটা ঘর আঁকা শুরু করি। ঘরের নিচের অংশ এবং ঘরের চাল এঁকে নিলাম।

IMG-20240508-WA0010.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি অন্য আরেকটি পাশে একটা ঘর আঁকা শুরু করি। এই ঘরের কালার টা আমি আকাশী রং দিয়েছি।

IMG-20240508-WA0007.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এই ঘরটাকে এবং ঘরের চাল এগুলোকে একটু একটু করে হাইলাইটস করে এঁকে নিলাম।

IMG-20240508-WA0011.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ঘরের নিচের অংশ এবং রাস্তার দুইপাশের অংশগুলো একটু একটু করে রং করে নিলাম।

IMG-20240508-WA0012.jpg

ধাপ - ৭ :

এরপরে মাঝখানের অংশে একটা খুব সুন্দর রাস্তা এঁকে নিলাম। এরপর রাস্তার এই পাশের জায়গাটায় একটা নদী এঁকে নিলাম। নদীর মধ্যে ছোট ছোট দুইটা নৌকা এঁকে নিলাম।

IMG-20240508-WA0006.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240508-WA0019.jpg

IMG-20240508-WA0024.jpg

IMG-20240508-WA0022.jpg

IMG-20240508-WA0021.jpg

IMG-20240508-WA0017.jpg

IMG-20240508-WA0004.jpg

IMG-20240508-WA0031.jpg

IMG-20240508-WA0027.jpg

IMG-20240508-WA0020.jpg

IMG-20240508-WA0013.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 months ago 

বড় ক্যানভাসে পেন্টিং করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপু। এটা খুব ভালো করেই জানি আমি। কারণ যখন এসএসসি পরীক্ষা দিতাম আমি সেই সময় এরকম বড় ক্যানভাসে পেন্টিং করেছিলাম। নিয়ত করেছি এইবার যদি পেন্টিং শুরু করি তবে এরকম বড় ক্যানভাসেই করব আপাতত পেন্সিল আর্ট শুরু করে যাব। তবে আপনার পেইন্টিংটি আমার কাছে সত্যি বলছি একদম অসাধারণ লেগেছে। মুগ্ধ হয়ে গেছি আমি আপনার পেইন্টিং দেখে। আজ থেকে প্রায় তিন বছর আগের কথা আপনার পেন্টিং দেখে মনে পড়ে গেল আমার। শুভকামনা রইল আপু। আশা করছি আগামীতে আরো দারুন সব পেন্টিং দেখতে পারবো।

 2 months ago 

অবশ্যই আপু আরো অসাধারণ পেইন্টিং গুলো দেখতে পাবেন।

 2 months ago 

জি আপু আমি তো ভাইয়া থেকে আপু হয়ে গেছি 😄। যাই হোক পরবর্তী পেন্টিং দেখার অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বড় ক্যানভাস এর মধ্যে গ্রামীণ দৃশ্যেটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। বিশেষ করে ঘরের পাশে গাছের পেইন্টিং করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে সুন্দরভাবে পেইন্টিং করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

নিজর দক্ষতা এবং অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে প্রতিনিয়ত আপনি নতুনের উম্মাদোনায় এগিয়ে যাচেছন। যা দেখে আমি সত্যি ‍মুগ্ধ। আরও দূর এগিয়ে যান এমন কামনাই করি আপু। বেশ সুন্দর করে যে পেইন্টিং টি করতে পেরেছেন। যে কেউ দেখেই বলবে একজন পেইন্টার করেছে এই পেইন্টিং। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 months ago 

সত্যি আপনার এত সুন্দর প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। এই ভাবেই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার অংকন করা প্রাকৃতিক দৃশ্যের চিত্রগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সত্য কথা বলতে আপনার অঙ্কন দ্বারা চিত্রগুলো দেখেই আমি চিত্র অঙ্কন করার অনুপ্রেরণা পেয়েছি। প্রতিনিয়ত আপনি ছোট ক্যানভাসে তৈরি করতেন এবার বড় ক্যানভাসে তৈরি করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।

 2 months ago 

আপনি চিত্রাঙ্গন করার অনুপ্রেরণা পেয়েছেন শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি অনেক সুন্দর ভাবে গ্রামীণ দৃশ্যের পেইন্টিং টি শেয়ার করছেন।তবে বড় ক্যানভাসে দৃশ্য টি আর্ট করে আরো বেশি ভালো লাগতেছে। আপনার এই ধরনের কাজ গুলোতে দক্ষতা রয়েছে এটা মানতে হবে।যাইহোক আপনি কি ভাবে পেইন্টিং টি আর্ট করছেন তার সব গুলো ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

বড় ক্যানভাসে পেন্টিং করতে সত্যিই অসাধারণ অনুভূতি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বড় ক্যানভা দিয়ে খুব চমৎকার একটি গ্রামিন দৃশ্য একেছেন। আপনার অংকনের প্রশংসা না করে পারছি না একদম প্রফেশনালী অংকন করেছেন আপু।খুবই চমৎকার হয়েছে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

চেষ্টা করছি ভাইয়া এই কাজটা তো প্রফেশনালি নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার অনেক দিনের ইচ্ছে বড় ক্যানভাস গ্রামের দৃশ্য পেইন্টিং করার ।আপনি অনেক সুন্দর ভাবে সেই পেইন্টিংটি সম্পন্ন করেছেন। আসলেই এমন ধরনের পেইন্টিং অংকন করতে গেলে অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

জ্বী আপু অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বাহ দারুণ আপু দেখতে বেশ ভালো লাগলো চোখ জুড়িয়ে গেল। যখন আমরা আর্ট গুলো করি এত ছোট কাগজে করি ইচ্ছে মতো সাজিয়ে তুলতে পারিনা। আমারও ইচ্ছে আছে এভাবে বড় ক্যানভাসে পেইন্টিং করার। বেশ সুন্দর হয়েছে আপু দেখতে মুগ্ধ হয়ে গেলাম দেখে। আশা করি আমরা আরো সুন্দর সুন্দর পেইন্টিং পাবো আপনার কাছে থেকে। আপনার জন্য শুভকামনা রইলো আপু সব সময়। এভাবে এগিয়ে যান সফলতা অনিবার্য।

 2 months ago 

তাহলে আপু কখনো চেষ্টা করে দেখিয়েন। অনেক ধন্যবাদ আপনাকে।