আর্ট :- বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ20 hours ago

IMG-20241014-WA0065.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

সূর্যাস্তের দৃশ্য কমবেশি আমরা সবাই কিন্তু পছন্দ করি। আমি নিজেও সূর্যাস্তের দৃশ্য অনেক বেশি পছন্দ করি। ফটোগ্রাফি এমনকি আর্ট করার ক্ষেত্রে সূর্যাস্তের দৃশ্য অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম একটা এর ভেতরে সূর্যাস্তের দৃশ্য আঁকবো। আসলে এই ছবিটা অনেক আগেই এঁকেছিলাম। আপনাদের মাঝে শেয়ার করব করব বলে আর করা হয়নি। অনেকগুলো ছবি একসাথে এঁকে রেখেছিলাম। আমার কাজ করা হয়নি তো এই পেইন্টিংটা অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241014-WA0064.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG-20240201-WA0000.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি উপরের অংশে লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG-20241014-WA0123.jpg

ধাপ - ২ :

এরপর উপরের অংশে কমলা কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241014-WA0129.jpg

ধাপ - ৩ :

এরপর নিচের অংশে লাল রংয়ের একটা পাড় এঁকে নিলাম।

IMG-20241014-WA0128.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি মাঝখানের অংশ ছোট্ট একটা সূর্য এঁকে নিলাম।

IMG-20241014-WA0127.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি নিচের অংশে একটা কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG-20241014-WA0126.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি দুইটা গাছ এঁকে নিলাম। গাছের পাতাগুলো এঁকে নিলাম।

IMG-20241014-WA0124.jpg

ধাপ - ৭ :

এরপর একপাশ থেকে কয়েকটা গাছের পাতা এঁকে ডিজাইন করে নিলাম ।

IMG-20241014-WA0125.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241014-WA0064.jpg

IMG-20241014-WA0066.jpg

IMG-20241014-WA0065.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 13 hours ago 

বৃত্তের মধ্যে সূর্যাস্তের দারুন একটি পেইন্টিং করেছেন আপু।আপনার করা পেইন্টিংটি অসাধারণ হয়েছে। খুবই নিখুঁত হাতে পেইন্টিংটি উপস্থাপন করেছেন। এমপিধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 20 hours ago 

আপু আপনি আসলেই একজন প্রফেশনাল আর্টিস্ট। আপনার আর্ট গুলো দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকে আপনি খুবই সুন্দর করে বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা সূর্যাস্তের পেইন্টিং টি দেখে মনে এটি কোন মেশিনের সাহায্যে করা হয়েছে। যাইহোক, পেইন্টিং টি অসাধারণ হয়েছে।

 19 hours ago 

সূর্যাস্তের দৃশ্য অন্য কেউ পছন্দ করে কিনা আমি জানিনা। তবে আমি কিন্তু দারুন পছন্দ করি। আপনি রং আর তুলি দিয়ে বেশ দারুন করে সূর্যাস্তের দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অঙ্কন করা দৃশ্যটি কিন্তু দারুন হয়েছে। ধন্যবাদ আপু।

 18 hours ago 

সূর্যাস্তের দৃশ্য আমারও খুবই পছন্দের। বিশেষ করে ওই সময় চারপাশের প্রকৃতি যে লাল রং ধারণ করে তা দেখতে খুব ভালো লাগে। আপনার সূর্যাস্তের পেইন্টিংটি আজকে খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে বৃত্তের মাঝে আঁকার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 17 hours ago 

আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করেছেন আপু। আপনার চমৎকার এই আর্ট করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দেখার মত ছিল আপনার আর। খুব সুন্দর ভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করে দেখিয়েছেন। অনেক অনেক খুশি হলাম দেখে।

 17 hours ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে।বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে এত সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের মাথায় কিভাবে আসে আমি বুঝে উঠি না। এত সুন্দর ভাবে নিজের দক্ষতার মাধ্যমে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 17 hours ago 

ওরে বাপরে বাপ। এতো দেখছি একেবারে ফাটাফাটি পোস্ট। অসাধারণ হযেছে আপু্। আপনার ক্যানভাসের কালার কম্বিনেশন ও বেশ দারুন ছিল। বেশ সুন্দর করে গ্রামের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 16 hours ago 

বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিকেলে দৃশ্যগুলো দেখতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে।

 15 hours ago 

বৃত্তের ভেতরে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছে অসাধারণ সুন্দর লাগছে আপু। বিশেষ করে গাছের আড়ালে গোল সূর্যের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করা দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।