আর্ট :- পুরনো একটি পেইন্টিং মুছে নতুন একটি লুক দিলাম।‌ কাঠগোলাপ ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

20241128_155440.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো একটি পেইন্টিং মুছে নতুন একটি লুক নিলাম।‌ কাঠগোলাপ ফুলের পেইন্টিং করলাম।

পেইন্টিং করার সময় অনেক কিছুই ভাবতে হয়। নতুন করে কি করবো, সেটার আইডিয়া খুঁজতে হয়। এর আগে আমি কেকের বোর্ডের এর উপরে একটি পেইন্টিং করেছিলাম। অনেক ভিডিও দেখেছিলাম আগের পেইন্টিং গুলো মুছে আবারো নতুন করে পেইন্টিং করে। ভাবলাম আমিও এই বিষয়টা ট্রাই করে দেখি। তবে এর জন্য খুজতেছিলাম কিসের মধ্যে করবো। তার জন্য তখন আমি আমার আগের করা একটি পেইন্টিং নিয়ে নিলাম। যদিও ওই পেইন্টিংটাও কিন্তু বেশ দারুন ছিল। তবে নতুন একটি এক্সপেরিমেন্টের জন্য মূলত ওই পেইন্টিং টাকে নিতে হয়েছিল। আসলে একটা পেইন্টিং এর উপরে যে আরো একটা পেইন্টিং করে হাইলাইটস করা যায়, এটা আসলে আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমার এই কাঠ গোলাপের পেইন্টিং টাও কিন্তু বেশ দারুন লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রলিক কালার ব্যবহার করেছি। এক্রলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241128_155453.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পুরনো পেইন্টিং নিলাম। এরপর এর উপরের অংশে পুরোটা কালো রং দিয়ে ভরাট করে ফেললাম।

IMG-20250105-WA0004.jpg

ধাপ - ২ :

এরপরে পেন্সিল দিয়ে হালকাভাবে একটা স্কেচ এঁকে দিলাম। এরপরে সাদা কালার দিয়ে একটা ফুল রং করে নিলাম।

IMG-20250105-WA0005.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি আরো দুইটা ফুল সাদা কালার দিয়ে রং করে নিলাম। এরপরে সবুজ কালার দিয়ে পাতার মধ্যে হালকা একটা রং করে নিলাম।

IMG-20250105-WA0006.jpg

ধাপ - ৪ :

এরপর আমি সাদা কালারের ফুলের ভেতরে হালকা আকাশী কালার দিয়ে একটু রং করে নিলাম।

IMG-20250105-WA0007.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি হলুদ এবং কমলা কালার দিয়ে ভেতরের অংশে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।

IMG-20250105-WA0008.jpg

ধাপ - ৬ :

এরপরে আবারো কালো এবং লাল কালার দিয়ে ফুলগুলোকে আরো একটু হাইলাইট করে নিলাম।

IMG-20250105-WA0009.jpg

ধাপ - ৭ :

এরপর টিয়া কালার দিয়ে পাতাগুলোকে সুন্দরভাবে হাইলাইটস করে এঁকে দিলাম।

IMG-20250105-WA0010.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241128_155440.jpg

20241128_155453.jpg

20241128_155438.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 days ago 

আপনার আর্ট করা প্রতিটি দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কাঠগোলাপ ফুলের পেইন্টিং করেছেন। আর্ট টি একদম চোখ জুড়ানোর মতো।পুরো আর্ট টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপু।

 23 hours ago 

আমার করা এই আর্ট চোখ জুড়িয়ে যাওয়ার মত ছিল শুনে খুশি হলাম।

 2 days ago 

বাহ! দারুণ আর্ট করেছেন। পুরনোটার তুলনায় অনেক বেশী আকর্ষণীয় হয়েছে এটা, বেশ সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 2 days ago 

ভাইয়া আপনার লেখা পড়ে সত্যিই অনেক বেশি উৎসাহিত হলাম। আসলে মাঝে মাঝে এত প্রশংসা পেলে সত্যি নিজের কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

Screenshot_2025-01-05-11-06-57-07_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-05-11-03-58-14_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-16-20-21-55-46_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 days ago 

আপু আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পুরনো একটি পেইন্টিং মুছে নতুন একটি লুক দিয়েছেন এটা দেখতে ভীষণ ভালো লাগছে। কাঠগোলাপ ফুল আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 23 hours ago 

আগের পেইন্টিং টা মুছে এই লুকটা দেওয়ার পর অনেক ভালো লেগেছিল।

 2 days ago 

পুরনো পেইন্টিংটি যে খারাপ ছিল তা নয় যতদূর মনে পড়ে এখানে আপনি ওই পেইন্টিংটি পোস্ট করেছিলেন। আপনার আকার হাত তো চমৎকার। তাই ওই পেইন্টিংটি মুছে নতুন যেটা করলেন সেটাও কিন্তু অসাধারণ হলো। এক্রেলিক কালারের নিজস্ব এত উজ্জ্বলতা আছে একটু সুন্দর করে করলেই অসম্ভব দেখতে ভালো লাগে। আপু আপনার শৈল্পিক হাতকে সম্মান জানাই।

 23 hours ago 

হ্যাঁ আপু ওইটাও অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তার উপর করা নতুনটা শেয়ার করলাম।

 2 days ago 

পুরনো পেইন্টিংটার জায়গায় নতুন যে পেইন্টিংটি আঁকলেন সেটি এক কথায় অনবদ্য হয়েছে। কালার দিয়ে দারুন সুন্দর ফুটিয়ে তুলেছেন সম্পূর্ণ আঁকাটিকে। আঁকার বোর্ডে যে অভিনব ভাবনায় এই ফুলের ছবি দুটি অংকন করলেন তা এক কথায় অসাধারণ।

 23 hours ago 

কাঠ গোলাপ ফুল গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

 2 days ago 

মূলত যে কোন টপিক নিয়ে লিখতে গেলে বা আর্ট করতে গেলে প্রথমে চিন্তা করতে হয়। প্রতিনিয়ত আপনার আর্ট গুলো ইউজারদেরকে আকৃষ্ট করে। কাঠ গোলাপের সৌন্দর্যটা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন খুবই সুন্দর লাগছে আপু।

 23 hours ago 

চেষ্টা করেছি কাঠ গোলাপের সৌন্দর্য সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.