আর্ট :- $Puss নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট।

in আমার বাংলা ব্লগ4 days ago

IMG20240912152921.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি $Puss নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট।

আসলে গত কিছুদিন ধরে আমাদের কমিউনিটি অনেক বেশি জমজমাট শুধুমাত্র $Puss এর কারণে। কারণ আমি মনে করি আমাদের আমার বাংলা ব্লগের প্রথম কয়েন হিসেবে অনেক বেশি সাড়া ফেলেছে। ইতিমধ্যে আমরা সবাই কিন্তু অনেক বেশি আনন্দ এবং লাভবান হয়েছি। যেহেতু আমি আর্ট করতে পছন্দ করি। তাই জন্য ভাবলাম $Puss নিয়ে একটা আর্ট করি। তবে আসলেই কি রকম আর্ট করবো এটা ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে ভাবলাম যদি অ্যাবস্ট্রাক্ট আর্ট করি তাহলে কেমন হয়। কারণ এই ধরনের আর্টগুলো দেখতে বেশি ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন কালার দিয়ে আর্ট করার চেষ্টা করেছি। আসলে বিভিন্ন কালারের আর্ট গুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করবো আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তা ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG20240912152915.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• রঙিন কলম
• পেন্সিল
• কাটার
• রাবার

IMG20240602112338.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে একটা পুস স্কেচ করে নিলাম।

IMG_20240912_175419.jpg

ধাপ - ২ :

এরপরে আমি কালো মার্কা দিয়ে পেন্সিলের উপরে এঁকে নিলাম।

IMG_20240912_175442.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটু একটু করে বিভিন্ন কালার দিয়ে চোখ এবং কানের কিছুটা অংশ রং করে নিলাম।

IMG_20240912_175508.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি বিভিন্ন কালার দিয়ে গায়ের ভেতরে ডিজাইন করে নিলাম।

IMG_20240912_175528.jpg

ধাপ - ৫ :

এরপর আমি উপরের অংশে কালার দিয়ে রং করে পুস লিখে নিলাম।

IMG_20240912_175555.jpg

ধাপ - ৬ :

এরপর আমি একপাশের অংশে আগুনের মতো কালার করে ডিজাইন করে নিলাম।

IMG_20240912_175617.jpg

ধাপ - ৭ :

এরপরে অপর পাশে আরো কয়েকটা কালার দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240912_175645.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20240912152921.jpg

IMG20240912152934.jpg

IMG20240912152938.jpg

IMG20240912152915.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 days ago 

আমাদের প্রিয় $Puss এর এতো চমৎকার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। প্রিয় $Puss নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। অ্যাবস্ট্রাক্ট আর্ট করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌ ।

 3 days ago 

আমার এই অ্যাবস্ট্রাক্ট আর্ট দুর্দান্ত হয়েছে শুনে আনন্দিত হলাম অনেক বেশি।

 4 days ago 

আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আর্ট করতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো। পুস নিয়ে আপনি চমৎকার একটা আর্ট করেছেন।দেখতে অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লাগে শুনে অনেক খুশি হলাম।

 4 days ago 

$Puss নিয়ে খুব সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন। বেশ দারুন হয়েছে আপনার এই আর্ট টা। কালার কম্বিনেশন টা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে এই আর্ট টা দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার মাধ্যমে আপনার সৃজনশীলতা প্রকাশ করার জন্য।

 3 days ago 

সুন্দর করে সব সময়ের মতো আজকেও একটা আর্ট করার জন্য চেষ্টা করলাম। তবে টপিকটা একটু ভিন্ন রকমের দেওয়ার চেষ্টা করেছি।

 4 days ago 

আপু আমার দেখা মতে আপনার প্রত্যেকটা আর্ট অনেক সুন্দর হয়। এবং এই আর্ট গুলো আমি অনেক সময় নিয়ে দেখে থাকি। আজকে আপনি $Puss নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন যা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। আপনার $Puss এর অ্যাবস্ট্রাক্ট আর্টটির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল এবং চমৎকার ভাবে কালারটা ফুটে উঠেছে। যাইহোক আপু নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 days ago 

আমার আর্ট এর কালার কম্বিনেশন সুন্দর ছিল শুনে ভালো লাগলো।

 4 days ago 

Puss নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 3 days ago 

আমার করা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা ভাবতেই তো ভালো লাগছে।

 4 days ago (edited)

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এই আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। অসাধারণভাবে ফিশিংটা দিয়েছেন। আসলে প্রিয় কয়েনকে ভালোবেসে অনেকেই অনেক কিছু তৈরি করে দেখাচ্ছেন এবং অনুভূতি প্রকাশ করেছেন। আর এই সমস্ত অনুভূতিগুলো আমার কাছে বেশ ভালো লাগে।

 3 days ago 

আসলেই পুস কে ভালোবেসে সবাই প্রতিনিয়ত অনেক কিছুই করছে। আমিও আর্ট করে নেওয়ার চেষ্টা করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপু আপনি ৎ$Puss নিয়ে খুব সুন্দর একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট কখনও করা হয়। আপনার এই আর্ট সম্পূর্ণ শেষ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 days ago 

হ্যাঁ আপু এই অ্যাবস্ট্রাক্ট আর্ট অঙ্কন করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল।

 3 days ago 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি Puss কয়েন নিয়ে খুব সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো ধৈর্য ধরে করতে হয়। চমৎকার একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

এরকম আর্টের জন্য ধৈর্য টা থাকা বেশি প্রয়োজন এটা ঠিক। পুস নিয়ে এই অ্যাবস্ট্রাক্ট আর্ট করতে পেরে আমার কাছেও ভালো লাগছে।