ডাই : ক্লে দিয়ে ল্যাম্প তৈরি।

in আমার বাংলা ব্লগ7 hours ago

IMG-20241207-WA0095.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ল্যাম্প তৈরি।

আমি প্রায় অনেকগুলো ভিডিওতে দেখেছি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে ল্যাম্পগুলো তৈরি করতে। তাই ভাবলাম আমিও এটা ট্রাই করে দেখবো। তবে আমি জানতাম না এটা তৈরি করতে অনেক বেশি সময় লেগে যাবে। বিশেষ করে এখানে অনেকগুলো লাভ শেপ তৈরি করতে হবে। সত্যি বলতে এগুলো তৈরি করতে করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। তবে এটা শুকানোর পর যখন বেলুনটা ফাটিয়ে দিলাম এটা অনেকটাই বাঁকা হয়ে গেছিল। এটা দেখে আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেল। পরবর্তীতে আমি একটু ঠিকঠাক করে এরপর ভেতরে যখন লাইট দিয়ে ঝুলিয়ে নিলাম একেবারে অবাক হয়ে গেলাম। এত বেশি অসাধারণ লাগছিল।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241207-WA0079.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• বেলুন
• কাঁচি
• গাম
• লাইট

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বেলুন নিলাম। এরপর বেলুনটাকে ফুলিয়ে নিলাম।

IMG-20241202-WA0037.jpg

ধাপ - ২ :

এরপরে আমি ক্লে চিকন করে লাভ শেপ করে একটা তৈরি করে নিলাম।

IMG-20241202-WA0032.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি বিভিন্ন কালার দিয়ে অনেকগুলো লাভ সেপ তৈরি করে নিলাম।

IMG-20241202-WA0033.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি বেলুনের উপরে একটা একটা করে লাভ গুলো বসানো শুরু করি।

IMG-20241202-WA0034.jpg

ধাপ - ৫ :

কিভাবে আমি বেলুনের পুরা চারপাশে বসিয়ে নিলাম। এরপরে এগুলোকে শুকানোর জন্য রেখে দিবো।

IMG-20241202-WA0036.jpg

ধাপ - ৬ :

শুকানোর পর বেলুনটাকে ফাটিয়ে ফেলবো। এরপর আমি বেতারের অংশে লাইটগুলো দিয়ে এরপর উপরে ঝুলিয়ে দিবো।

IMG-20241202-WA0035.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241207-WA0079.jpg

IMG-20241207-WA0095.jpg

IMG-20241207-WA0118.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 hours ago 

ক্লে দিয়ে কাজ করতে আসলেই প্রচুর ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়।আপনার আইডিয়াটা সত্যিই দারুণ কারণ ইউটিউবে বর্তমানে এরকম ভাইরাল ক্লে দিয়ে ল্যাম্প দেখতে পাই কিন্তু সেগুলো হয় গোল সাইজের।লাইট দেওয়ার পরে জিনিসটা এত সুন্দর লাগছিল।

 7 hours ago 

আইডিয়াটা দারুন লেগেছে। ক্লে দিয়ে চমৎকার ল্যাম্প তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। একটি বেলুন ফুলিয়ে ক্লে দিয়ে কিভাবে চমৎকার ল্যাম্পপোস্ট তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 7 hours ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে ক্লে দিয়ে একটি হ্যাঙ্গিং লাইট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে ক্লে দিয়ে এই ধরনের চিকন কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। যেরকম আপনার অনেক সময় লেগেছিল। সর্বোপরি আপনার এই আইডিয়াটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর ক্লে দিয়ে একটি হ্যাঙ্গিং লাইট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 hours ago 

বর্তমান সময়ে এই ল্যাম্প টি বেশ ভাইরাল একটি ল্যাম্প। আপনি খুবই সুন্দর করে ক্লে দিয়ে ল্যাম্প তৈরি করেছেন। আপনার তৈরি করা ল্যাম্প টি অসাধারন হয়েছে । বেশ কিছুদিন ধরে টিকটক এর মধ্যে আমি এই ল্যাম্প টি দেখতে পারছি। আপনি পুরো ল্যাম্প টি দারুন ভাবে তৈরি করেছেন।

 4 hours ago 

আপনার আর কত ক্রেয়েটিভিটি দেখবো আপু? প্রতি নিয়ত এমন দারুন দারুন জিনিস আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন আপনি দেখেই যেন লোভ লেগে যায়। আজও দারুন একটি ল্যাম্পপোস্ট তৈরি করেছেণ। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 hours ago 

আপু ক্লে দিয়ে যে এত সুন্দর ল্যাম্প বানানো সম্ভব সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতাম না। এটা বলতেই হবে আপনার ভেতরে অনেক ধৈর্য আছে। এরকম কঠিন প্রজেক্ট ধৈর্য না থাকলে করা সম্ভব হয় না। অনেক সুন্দর একটি ল্যাম্প তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 hours ago 

আপনাদের নতুন নতুন কিছু তৈরি দেখলে সত্যিই মুগ্ধ হই। আজকে ক্লে দিয়ে খুব সুন্দর ল্যাম্পপোস্ট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি‌। যেটা আপনাদের অনেক বড় দক্ষতা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 1 hour ago 

ক্লে দিয়ে ল্যাম্প তৈরি করেছে বেশ চমৎকার সুন্দর হয়েছে। এই ক্লে ল্যাম্প তৈরি করতে অনেক সময় লাগাটাই স্বাভাবিক কারণ নিক্ষঁত ভাবে বানিয়েছেন ল্যাম্পটি।অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ক্লে দিয়ে ল্যাম্প তৈরি পদ্ধতি ভাগ করে নেয়ার জন্য।