ফটোগ্রাফি :- সাতটি রেনডম গোলাপ ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
লাল এবং সাদা কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবার সব থেকে পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। আর প্রত্যেকটা গোলাপ ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। গোলাপ ফুলের কিন্তু অনেক রকমের জাত রয়েছে। প্রায় ৩০০+ জাত রয়েছে গোলাপ ফুলের। আর আমি বিভিন্ন জায়গা থেকে এই গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফি করেছি। আর ভাবলাম একসাথে গোলাপ ফুলের ফটোগ্রাফি সবার মাঝে তাহলে শেয়ার করা যাক। এই গোলাপ ফুলটার মধ্যে দুইটা ভিন্ন কালার রয়েছে। যার কারণে এই ফুলটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল। লাল এবং সাদা কালারের সমন্বয়ে এই ফুলটা হওয়ায় বেশি ভালো লাগছিল। আর এই ফুলটার ফটোগ্রাফি আমি করেছিলাম ফেনী নার্সারি থেকে। আমার হাজবেন্ডের সাথে নার্সারিতে গিয়েছিলাম ফেনীতে, সেখান থেকে করা হয়েছিল।
হলুদ এবং গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
এখন আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাও দুইটা ভিন্ন কালারের। লাল এবং হলুদ কালারের গোলাপ ফুলটা হওয়ায় এই ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ফুলটা দেখার পর আমি তো জাস্ট মুগ্ধ হয়ে ছিলাম। এই ফুলটা আমি দেখেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকা একটা নার্সারির মধ্যে। আর নার্সারিতে যখন এই ফুল দেখেছিলাম, তখন সাথে সাথে মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর ভাবলাম এটাও তাহলে আপনাদের সবার মাঝে শেয়ার করা যায়। আশা করছি হলুদ এবং গোলাপী কালারের এই ফুলটার ফটোগ্রাফিও আপনারা অনেক বেশি পছন্দ করবেন।
হলুদ কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
এখানে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র হলুদ কালারের। আর এই ফুলটা হলুদ কালারের হওয়াতে এটা অনেক বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় লাগছিল। হলুদ কালারের এই সুন্দর গোলাপ ফুলটা আমি প্রথমবার দেখেছিলাম চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম সেখানে। কয়েকদিন আগেই আমি চট্টগ্রামে গেছিলাম ডিসি পার্কে ঘুরতে। আর সেখানে তো অনেক রকমের ফুলের সাথে পরিচিত হয়েছিলাম। সেখান থেকে আমি এই হলুদ কালারের ফুলটার ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে এই ফটোগ্রাফি টা দারুন লেগেছিল। তাই সবার মাঝে শেয়ার করে নিলাম আজকে।
হলুদ, সাদা, এবং গোলাপী কালার মিক্স গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
এই ফুলটা আমার কাছে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছিল। কারণ প্রায় তিনটা কালার মিশ্রনে ছিল এই গোলাপ ফুলটি। হলুদ সাদা এবং গোলাপী কালার এর মিশ্রনে ছিল এই গোলাপ ফুলটা, যার কারণে এই গোলাপ ফুলটি দেখতে অসম্ভব ভালো লেগেছিল। গোলাপ ফুল তো সবাই পছন্দ করে। আর যদি ২-৩ কালারের মিশ্রণে গোলাপ ফুল হয়, তাহলে তো সবার কাছে আরো বেশি ভালো লাগবে দেখতে। আর এই সুন্দর গোলাপ ফুলটার ফটোগ্রাফিও আমি করেছিলাম ডিসি পার্ক থেকে। আমার কাছে ভালো লাগায় সবার মাঝে ভাগ করে নিলাম। আশা করছি পছন্দ করবেন সবাই।
হলুদ এবং গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
এই ফুলটা তো আরো বেশি সুন্দর ছিল। বিশেষ করে এই ফুলটা ছিল গাড় হলুদ এবং গাড় গোলাপি কালার মিশ্রণের। আর এই ফুলটা সাইজেও অনেক বেশি বড় ছিল। আমরা সবাই এটা জানি যে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। আর প্রত্যেকটা মানুষই গোলাপ ফুল খুবই ভালোবাসে। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, যে গোলাপ পছন্দ করে না। পাওয়া গেলেও খুবই কম পাওয়া যাবে। আমি যেখানেই ফুল দেখি সেখান থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর যদি হয় গোলাপ ফুল তাহলে তো কোন কথাই নেই একেবারে। আর আমি এই গোলাপ ফুলটার ফটোগ্রাফি করেছিলাম নার্সারি থেকে। এটাও আমি ফেনী নার্সারি থেকে করেছিলাম ঐদিন।
সাদা এবং গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
এটা হচ্ছে সাদা এবং গোলাপি কালারের গোলাপ ফুলের অসম্ভব সুন্দর একটা ফটোগ্রাফি। সাদা এবং গোলাপী কালার দুটোই আমার অনেক বেশি ফেভারিট। আর এই দুইটি কালারের মিশ্রণে যদি গোলাপ ফুল হয়, তাহলে তো আরো বেশি ভালো অবশ্যই লাগবে। আমি তো গোলাপ দেখলেই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি । কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। আর তাদের বাড়ির সামনে তারা অনেক সুন্দর করে একটা ফুলের বাগান করেছিল। আর সেখানে আমি এই সুন্দর গোলাপ টা দেখেছিলাম। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
আমাদের সবার খুব পছন্দের একটা ফুল হচ্ছে সাদা গোলাপ ফুল। সাদা গোলাপ ফুল তো বেশিরভাগ মানুষের পরিচিত। অবশ্য পরিচিত তো হওয়ারই কথা কারণ গোলাপ তো সবাই পছন্দ করে। এই সাদা গোলাপ ফুলটাকে দেখতে একেবারে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের মত লাগছিল। কিন্তু এটা ছিল একটা বাস্তবিক গোলাপ ফুল। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম চিড়িয়াখানাতে। চিড়িয়াখানায় আমি পাশেই কয়েকটা ফুল গাছ দেখেছিলাম। যার মধ্যে এই সাদা গোলাপ ফুলটাও দেখেছিলাম। আর এই সাদা গোলাপ ফুল টা দেখার পর তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তখন সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর সবার মাঝে এখন শেয়ার করলাম।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
গোলাপ কিন্তু আমার অনেক প্রিয়। আর আপনার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো হারিয়ে গিয়েছিলাম গোলাপের মাঝে। দারুন সুন্দর সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন্। এটা কিন্তু বুঝাই যাচেছ যে আপনি একজন প্রফেশনাল ফটো্গ্রাফার। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://twitter.com/TASonya5/status/1762333811315196313?t=7SOCCB90X25EibYzQYtX1w&s=19
আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আজকে গোলাপ ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। আমাদের সাথে ভিন্ন ভিন্ন গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিনিয়ত এভাবেই ফটোগ্রাফি করে যাওয়ার চেষ্টা করতেছি।
অনেক সুন্দর সুন্দর সাতটি গোলাপ ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি।আপনার করা ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসেন শুনে ভালো লাগলো।
অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন প্রকারের অনেকগুলো গোলাপ ফুলের সাথে পরিচিত হতে পারলাম এবং সকল গোলাপ ফুলের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখে বেশ ভালো লেগেছে আমার। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকগুলো গোলাপের সাথে পরিচিত হতে পেরেছেন দেখে ভালো লেগেছে। চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
৩০০ রঙের গোলাপ এর মধ্যে মনে হয় এখনো ২০ টিও দেখা হয়নি। সাদার মধ্যে লাল গোলাপ টি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আসলে আমাদের ২০ টিও ভালো মতো দেখা হয়নি। লাল গোলাপ দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
গোলাপ ফুল বরাবরই আমার খুব পছন্দের এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। যাইহোক চমৎকার কিছু গোলাপ ফুল দেখতে পেলাম এবং যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমার নিজেরও গোলাপ ফুল অনেক পছন্দের। আপনিও পছন্দ করেন শুনে খুশি হলাম।
গোলাপ ফুলের ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। গোলাপ ফুল ভালোবাসার ফুল হিসেবেও পরিচিত। গোলাপ ফুল আমার ও অনেক প্রিয়। আপনার ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়েছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
চেষ্টা করেছি সব কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি সুন্দর ভাবে করার জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে সাতটি রেনডম গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার প্রতিটি গোলাপ ফুলের ফটোগ্রাফে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি মানুষ কম বেশি গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ পছন্দ করে। ভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুল হওয়ার কারণে দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
প্রত্যেকটা ফটোগ্রাফি গোলাপ ফুলের হওয়ায় আপনার কাছে বেশি ভালো লেগেছে বুঝতে পারতেছি।
গোলাপ আমারও অনেক পছন্দের ফুল। এই ফুলের সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এর ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বেশ চমৎকার কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুলের কালার খুবই সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ফুলের সৌন্দর্য আসলেই মুগ্ধ করে আমাদেরকে। আর যদি হয় গোলাপ ফুল, তাহলে তো কোন কথাই নেই একেবারে।