RE: মুচমুচে ঢেঁড়সের পাকোড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah
আসলে প্রতিটি বিষয়ের দুটি দিক পরিলক্ষিত হয়, এক পাশটা আলোকময় থাকলে অন্য পাশটা স্বাভাবিক কারনেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
এই বিষয়টা কিন্তু একদম ঠিক বলেছেন, যে কোন জিনিসের দুইটা দিক থাকে। কিন্তু অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারে না। অনেকে চায় শুধু ভালো হোক খারাপের দিকে পা বাড়াতে পারে না। কিন্তু আমি মনে করি ভালো খারাপ, সুখ-দুঃখ সবকিছুই নিয়ে আমাদের সুন্দর জীবন । আমরা কিন্তু যে কোন একটা বিষয় নিয়ে সুখে থাকতে কিংবা ভালো থাকতে কখনোই পারবোনা। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা অবস্থায় টিকে থাকার জন্য কাজ করা। এমনকি প্রত্যেকটা বিষয় মাথায় রেখে খারাপ হলে সেটাকে মেনে নিয়ে টিকে থাকা। কেউ যদি এই টুকুতেই হার মেনে নেয় তাহলে তো তার সারা জীবনের জন্য খারাপটা অটো হয়ে যাবে। আপনার উপরের কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। তাছাড়া আজকের রেসিপি টা তো একদম দুর্দান্ত করলে। ঢ়েড়সের পাকোড়া হতে পারে এটা কখনো চিন্তাও করি নাই। কিন্তু আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করলেন। দেখে মনে হচ্ছে খেতেও ভালো হবে। নতুন নতুন রেসিপি দেখলে তৈরি করতে ইচ্ছে করে। চেষ্টা করব ট্রাই করার।