আসলে অভিমান করে সারা জীবনের জন্য চলে যাওয়াটা হচ্ছে অনেক বোকামি। অভিমান অনেক ছোট আর হয়তো এই অভিমানটা করে কিছুক্ষণ বা কিছুদিন দূরে থাকা হয়। আমি তো মনে করি এই অভিমানের কারণে ভালোবাসাটা আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু যারা একেবারে চলে যায় তারা অনেক বড় বোকামি করে বলে মনে করি। এই অভিমান নিয়েই আপনি খুব সুন্দর একটা কবিতা লিখলেন। যার নাম দিয়েছেন তুমি বড্ড অভিমানী। খুব ভালো লেগেছে পড়তে।
যারা অভিমান দেখিয়ে দূরে চলে যায় তারা কখনো ভালোবাসার জন্য কাছে আসে না তারা বরাবরই সুসময়ের জন্য পাশে আসে আবার হঠাৎ করে চলে যায়। অভিমান কখনোই মানুষকে দূরে নিয়ে যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।