You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩৫৪ || দুই চোখ বন্ধ করলে আমরা অন্ধকার দেখি৷ এক চোখ বন্ধ করলে আমরা কি দেখি?
দুই চোখ বন্ধ করলে আমরা অন্ধকার দেখি৷এক চোখ বন্ধ করলে আমরা কি দেখি?
দুই চোখ বন্ধ করার ফলে অন্ধকার দেখলে ও আলাদা একটা কল্পনার জগতে আমরা তখন চলে যাই। কিন্তু এক চোখ বন্ধ করে যখন অনেক আরেক চোখ খোলা রাখি, তখন দেখি আমাদের এই বাস্তবতাকে। যে বাস্তবতা আমাদের জন্য অনেক কঠিন, আবার অনেক সহজ ও বটে।
একদম ঠিক বলেছেন৷ বাস্তবতা সহজ যদি তা সহজভাবে করা যায়৷ আবার কঠিন যখন কঠিনভাবে করা হয়।
বাহ্ আপু আপনি বেশ দারুণ বলেছেন এক চোখ বন্ধ করলে কল্পনার জগতে চলে যান আর এক চোখে বাস্তবতা দেখেন অসাধারণ হয়েছে।