You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৮১ || প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

in আমার বাংলা ব্লগ5 months ago

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

আমার গবেষণামতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে রিক্সাওয়ালাদের জন্যই জান থেকে এখন জানু বলে ডাকে 😁😄। কারণ প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে সবাই রিক্সাওয়ালাদেরকে বলে থাকে, ডানে জান,বামে জান, পিছে জান সামনে জান🤣। আর প্রেমিক প্রেমিকারা যদি একে অপরকে জান বলে ডাকে, তাহলে তো রিক্সাওয়ালার সাথেই তাদের তুলনা করা হবে🥴🤧। আর এই জন্য জানু বলে ডাকে। সোজাসুজি বাংলা ভাষায় গবেষণা করলাম 🤣🤣।

বি;দ্র:-আপনারা যারা প্রেমিক-প্রেমিকাকে এখনো জান বলে ডাকেন, তারা আজ থেকেই জানু বলে ডাকবেন। না হলে পরবর্তীতে অবস্থা খারাপ হবে।