You are viewing a single comment's thread from:

RE: "উপকারী গাছের ছাল থাকেনা"। Beneficial plants do not have bark."

in আমার বাংলা ব্লগ2 months ago

আমার তো মনে হয় অন্যের উপকার যারা বেশি করে, তাদের শত্রু বেশি হয়। আর তাদেরকেই সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মানুষ বিভিন্ন ফন্দি করে থাকে। অন্যের উপকার করা মানুষগুলোকেই দিন শেষে খারাপ কিছুর সম্মুখীন হতে হয়। একটা মানুষ অন্যের উপকার করলেও সেই মানুষটার উপকার অন্যরা করতে চায় না। এখন আর আগের মত কেউ একে অপরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে না দলবেঁধে। আপনি আজকে বাস্তবিক সব কথাগুলোকে এটার মধ্যে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক বেশি সুন্দর করে আপনি লিখেছেন আপনি এই পোস্টটা।