You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪১৪ || "সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?
"সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?
যে মানুষ সবকিছু সহ্য করে, সেই মানুষ পরবর্তীতে অবশ্যই ভালো কিছু অর্জন করবে🥰। সে মানুষটা সহ্য করে ধৈর্য ধরে থাকে। আর আমরা সবাই জানি ধৈর্যের ফল অতি মিষ্টি😍। ঠিক তেমনি সইলে সম্পত্তি🤑 আর না সইলে বিপত্তি। সহ্য করলে সবকিছু মেনে নেওয়া এটা কিন্তু নয়, বরং সময় এবং সুযোগের অপেক্ষা করতে হবে।