কিছু মাছের ফটোগ্রাফি
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে মাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করব । মাছের ছবি তুলতে কিন্তু ভালোই লাগে । তাজা মাছগুলো যখন লাফালাফি করতে থাকে তখন সেই রকম অনুভূতি হয় দেখতে । যখন মাছ বাজারে মাছ কিনতে যাই তখন সব সময় আমি নিজে দেখে শুনে মাছগুলো কিনে নিয়ে আসি । আমাদের এদিকে সন্ধ্যার পরে রাস্তায় নামলে হরেক রকমের মাছ রাস্তার পাশ দিয়ে দেখা যায় তবে সেখান থেকে মাছ কিনতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না । আমার কাছে মনে হয় বাজারে গিয়ে ফ্রেশ মাছটা কিনে নিয়ে আসলে ভালো হয় । আর আমরা যেখান থেকে মাছ কিনি সেটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে কিন্তু সেখানে গিয়ে একেবারে পানিতে সাঁতরানো মাছগুলো পাওয়া যায় । আবার আমাদের বাসার নিচে খুব সকালবেলা বিরাট একটা মাছের বাজার বসে । অনেক দূর থেকে লোকজন এসে মাছগুলো কিনে নিয়ে যায় সেখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় ।কিন্তু আমরা কখনো সেখান থেকে মাছ কিনতে পারিনি কারণ সকালে ঘুম থেকে উঠতে যে পারি না কখনোই । এই কারণে সেখানে আর যাওয়া হয় না । ঘুম থেকে উঠতে উঠতে সে বাজারটা শেষ হয়ে যায় ।যার কারণে দূরে এই জায়গাটিতে আমরা সব সময় যাই আর বেশিরভাগ সময় আমি যাই । আমার হাজব্যান্ড পারলে আমাকে জোর করে নিয়ে যায় কারণ সে মাছ কিনে আনলে আমি খুত ধরতে থাকি এই কারণে সে বলে যে তুমি গিয়ে দেখে শুনে কিনে আনবা এটাই ভালো । অনেকদিন পরে গতকালকে গিয়েছিলাম মাছ কিনতে এবং মাছের বেশ কিছু ছবি তুলেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।
প্রথমে আপনাদের সাথে চিংড়ি মাছের ছবি দিয়ে শুরু করলাম । চিংড়ি মাছ আমার অনেক পছন্দের যার কারণে বাজারে গেলে বড় বড় চিংড়ি মাছগুলো সব সময় খুঁজতে থাকি । এই মাছগুলো অনেক বড় কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট ছোট । এর থেকে বড় মাছ রয়েছে তবে আমি এই সাইজ টাই নিয়েছিলাম । এই সাইজটা নিলে পরিমাণে কিছু বেশি হয় বড়টা নিলে অল্প কয়েকটা হয় তখন আর ভালো লাগে না । যার কারণে একটু ছোট দেখে নিলাম । তবে মাছগুলো যতটা ছোট লাগছে ততটা ছোট নয় অনেক বড় বড় ছিল । ৮০০ টাকা কিলো নিয়েছিল মাছের দাম । আর নিচে বড় একটা বোয়াল মাছ । বোয়াল মাছটা অনেক বড় ছিল কিন্তু এখানে ছবি তোলার পর অনেক ছোট লাগছে । বোয়াল মাছ খেতে মোটামুটি ভালই লাগে তবে অতিরিক্ত আনা হয় দেখে আজকে আর বোয়াল মাছ কেনা হয়নি । কারণ বেশি খেলে কোন মাছ তখন আর ভালো লাগেনা ।
এখানে দেখতে পাচ্ছেন কারফিউ মাছ । কারফিউ মাছগুলো আমার কাছে অনেক মজা লাগে । মাছগুলো অনেক তেল থাকে রান্না করলে খেতে খুব ভালো লাগে । আমি এবার নিজে দেখে কারফিউ মাছ কিনেছিলাম এবং ডিম ছাড়া মাছটি এনেছিলাম । কারণ কোন মাছের ভিতরে ডিম হলে সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না । যে মাছের ভিতরে ডিম নাই আমি সেই মাছটি নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ এবং ভালো লাগছে দেখতে । আর নিচে রয়েছে কাচকি মাছ । এই মাছ গুলো পেঁয়াজ দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগে । আমার ফ্রিজ অনেকগুলো কাচকি মাছ রয়েছে যার কারনে এবার আর কাচকি মাছ আনি নি ।
রুই মাছ আর শিং মাছ তো আমার অনেক পছন্দের । অনেকেই রুই মাছ খেতে তেমন একটা পছন্দ করে না তবে রুই মাছ আমার কাছে সব সময় ভালো লাগে ।বড় বড় রুই মাছগুলো আমি সবসময় কেনার চেষ্টা করি । এবারও একটা কিনে নিয়ে এসেছিলাম । মাছটা ভালোই অনেকটা বড় ছিল এবং চাইনিজ কাট করে কিনেছিলাম যাতে মুচমুচে ফ্রাই করে খাওয়া যায় । আর বড় মাছ কিনে যখন চাইনিজ কাট করে কাটা হয় সেই মাছগুলোর সাইজে অনেক বড় হয়ে খাওয়ার সময় নিজের কাছেই ভালো লাগে । আর শিং মাছ তো আমার ফ্রিজে সবসময়ই থাকে । ওর বাবা নিচে যখনই হাটতে যায় তখনই ফ্রেশ শিং মাছগুলো পেলে একসাথে ২ কেজি করে নিয়ে আসে আমরা ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খায় ভালই লাগে । আমার ফ্রিজে এখনো অনেকগুলো শিং মাছ রয়েছে যার কারনে এবার আর শিং মাছ আনিনাই ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু দামের চওড়া মাছের বাজারে আজ আপনার ফটোগ্রাফিতে অনেক সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগছে। আমি প্রায় বাজারে যাই মাছের অনেক দাম। আজ আপনার ফটোগ্রাফির মধ্যে সবচেয়ে খেতে পছন্দ করি চিংড়ি মাছ কারফিউ আর কচকি মাছ। আজ আপনার প্রতিটা মাছের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।
ঠিকই বলেছেন আজকের মাছের যে দাম কোন মাছের কাছেই যাওয়া যায় না তারপরও তো মাছ কিনতেই হয় ।
কথায় আছে না মাছে ভাতে বাঙালি? তাই মাছের বাজারে বাঙালির জুড়ি মেলা ভার৷ যদিও এর মধ্যে অনেকগুলোই মাছ আমি খাইনি। যেমন বোয়াল মাছ, কারফিউ মাছ৷ বাজারে আসে দেখেছি৷ কখনও কেনা হয়নি৷ তবে প্রথমের ছবিটি যেমনি দেখতে ভালো তেমনিই স্বাদেও। কি বলি বকুন, জানেনই তো ইলিশ আর চিংড়িতেই বাঙালি মজে থাকে। খুব সুন্দর সব মাছের ছবি।
কি বলেন আপু বোয়াল মাছ খান নাই এটা তো আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে । একদিন খেয়ে দেখতে পারেন ।
কারফিউ মাছ এক সময় আমি অনেক বেশি প্রিয় ছিলো। কারফিউ মাছ পুকুরের মাছ গুলো খেতে বেশ সুস্বাদু লাগে। তবে চাষের মাছ তেমন খেতে মজা লাগে না। বেশ কিছু মাছের ফটোগ্রাফি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
কারফিউ মাছ আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।
শিং মাছ খেতে যদিও বা তেমন একটা ভালো লাগে না তবে গলদা চিংড়ি মোটামুটি ভালোই লাগে। বেশ পরিচিত কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। যা দেখতেই ভালো লাগলো। সেই সাথে মাছের বর্ণনাগুলো সুন্দর দিয়েছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এরকম মাছের ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।
শিং মাছ এবং চিংড়ি মাছ দুটো খেতেই আমার কাছে খুব ভালো লাগে । অনেক ধন্যবাদ আপনাকে ।
বেশ কিছু পরিচিত এবং অপরিচিত মাছের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি মাছের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা চিংড়ি মাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব মাছের ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে।
আমার শেয়ার করে প্রতিটি মাছের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
বিভিন্ন রকম মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। ভিন্ন কিছু ফটোগ্রাফি দেখলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে চিংড়ি মাছের ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ আপনাকে মাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ গুলো দেখতে কিন্তু ভালই লাগছিল ।
এটা ঠিকই করেছে। যেহুতু সে মাছ কিনলে আপনি খুত ধরেন এইজন্য আজকে আপনাকেই নিয়ে গিয়েছে হা হা। মাছের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন আপু। বেশ চমৎকার লাগছে দেখতে। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন।।
আপু আমাদের এদিকেও সন্ধ্যার পর রাস্তার পাশে হরেক রকম মাছ দেখা যায়। আপনি দেখছি মাছের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে বাজারে যখন বাজার করতে যাওয়া হয় তখন তাজা মাছ দেখলে আমি নিজেও ফটোগ্রাফি করার চেষ্টা করি। ভালো লাগলো আপনার মাছের ফটোগ্রাফি গুলো দেখে।