একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে এমন কিছু নাই যে বানানো যায় না। আমিও আপনার মত একবার বানাতে বসলে একটার পর একটা বানাতেই থাকি, তখন বানাতে ভালই লাগে আর যখন ইচ্ছা করে না তখন একটাও বানাতে ইচ্ছা করে না। আজকে আপনি হলুদ কালারের কাগজ দিয়ে খুব সুন্দর একটি সূর্য তৈরি করেছেন। এই সূর্যটা আমার কাছে আনকমন লাগলো ভালো হয়েছে অনেক।
সূর্যটি বানানোর পর আমার কাছেও খুব ভালো লেগেছিল। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।