You are viewing a single comment's thread from:

RE: ( এসো নিজে করি ) ডাই : বিস্কুট দিয়ে চেয়ার টেবিল তৈরি।

in আমার বাংলা ব্লগ9 months ago

ভাইয়া আপনার বিস্কুটের টেবিল চেয়ার কিন্তু আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে আমি একটা নিয়ে খেয়ে ফেললে কিন্তু দোষ নাই । না না আবার খাওয়াও তো যাবেনা আপনি গ্লু দিয়ে লাগিয়েছেন খেলে তো আবার গ্লুও খেয়ে ফেলতে হবে । এটা দেখে আপনার মেয়ে কী বলেছে সেটা আমার জানতে ইচ্ছা করছে । এরকম আইডিয়া আপনার মাথায় আসলো কিভাবে তাইতো বুঝলাম না। দারুন হয়েছে জিনিসটি ।

Sort:  
 9 months ago 

আপু আমার মেয়ে তো অনেকক্ষণ পর্যন্ত খেলাধুলা করেছিল এগুলা দিয়ে। মাঝে মাঝে দারুণ সব আইডিয়া চলে আসে। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য করার জন্য।