গোপনীয়তা বজায় রাখতে পারাটা অন্যতম এক গুণ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মানুষের অনেক রকম গুণ নিয়ে আলোচনা সমালোচনা করি। আমরা মানুষের অনেক রকম গুণ নিয়ে ও প্রশংসা করি। কিন্তু যে গুণটা আমাদের সবার মধ্যে একেবারে থাকাটা অনিবার্য। সে সব নিয়ে আমরা কখনোই কথা বলি না। আর সেই গুনটা হলো, গোপনীয়তা বজায় রাখা যেটা বেশিরভাগ মানুষই করতে পারে না।

অর্থাৎ অন্যের গোপনীয়তা মানুষ কখনোই বজায় রাখতে পারেনা। আর যারা রাখতে পারে, তারা সত্যিই আসল অর্থে ভালো মানুষ। কারণ গোপনীয়তা রক্ষা করতে পারাটা অনেক বড় ব্যাপার। যেমন হয়তো আপনি অন্য কোনো মানুষের কোনো গোপনীয়তা নিয়ে অনেক মজা করে হাসি ঠাট্টা করতে পারবেন। কিন্তু তার জায়গায় অন্য একজন মানুষ অন্যের কোনো কিছু গোপন করেই রাখছে।

বাস্তবে মজা করতে যে অন্যের গোপনীয়তা টাকে ফাঁশ করেছে। তাকে সবাই বাহবা দিবে কথাটি সকলের কানে দেওয়ার জন্য। কিন্তু প্রকৃত অর্থে যে মানুষটা গোপনীয়তা রক্ষা করেছে। সে ই কিন্তু আসল গুণী মানুষ। কারণ অন্য কারো হয়তো কোনো অন্যায় থাকতেই পারে কিংবা কোনো ভুল হতেই পারে। কিন্তু আমরা যদি সেটা গোপন রেখে তাকে শুধরে যাওয়ার সুযোগ দেই। তাহলে হয়তো মানুষটি শুধরে যেতে পারে।

কিন্তু আমরা তা না করে,যদি অন্যের গোপনীয়তা টাকে ফাঁস করে দেই। এতে কিন্তু সে যতোটা খারাপ ছিলো তার চেয়েও বেশি খারাপ হয়ে যাবে পরিস্থিতির চাপে পরে।তাই একটু কষ্ট হলেও অন্যের গোপনীয়তা টা সব সময় বজায় রাখার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে অন্যরাও আপনার গোপনীয়তা বজায় রাখছে।

আসলে এটা করতে পারা টা অনেক বেশি কঠিন।কারণ আমরা বেশিরভাগ মানুষ ই অন্যের দুর্বলতা ও গোপনীয় জিনিষ অন্যের কাছে প্রচার করে মজা নিতে পছন্দ করি।আর এটা থেকে নিজেকে দূরে রাখতে পারাটা নিজের সাথেই যেনো নিজের যুদ্ধ করার মতোন ই।তাও একজন মানুষ হিসেবে আমাদের অন্যের গোপনীয়তা রক্ষা করে অন্যকে সম্মান করা উচিত।
Sort:  
 2 days ago 

অন্যের গোপনীয়তা বজায় রাখা প্রতিটা মানুষের দায়িত্ব। কিন্তু বর্তমান সময়ে কারো গোপনীয়তা কেউ রক্ষা করে না। প্রতিটা মানুষেরই আলাদা আলাদা বন্ধু রয়েছে, তারা অন্যের গোপনীয়তা তাদের বন্ধুদের সাথে শেয়ার করে । যার কারণে এটি এক সময় একদম পাবলিসিটি হয়ে যায়। কেউ যদি কোন ব্যক্তির গোপনীয়তা রক্ষা করে তাহলে আল্লাহ তাআলাও তাদের গোপনীয় কাজগুলো প্রকাশ করবেন না হাশরের মাঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

এই কথাটা একদম ঠিক, আমরা যদি অন্যের গোপনীয়তা রক্ষা করে থাকি,তাহলে অন্য মানুষেরাও আমাদের গোপনীয়তা রক্ষা করবে। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই এটা করে না। বরং সবসময়ই মানুষের দুর্বলতা খুঁজে বেড়ায়। আর যদি কোনো দুর্বলতা পেয়ে যায়, তাহলে সবার সামনে সেটা ফাঁস করে হাসাহাসি করে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

খুব সুন্দর কথা তুলে ধরে আজকের পোস্ট সাজিয়েছেন ভাইয়া।সত্যি গোপনীয় রক্ষা করা মানুষ খুব ভালো মনের হয়ে থাকে।অন্যের কোন অন্যায় কাজ দেখে তা গোপন রেখে তাকে শুধরে যাওয়ার সুযোগ দেয়া দরকার। অনেকেরই জীবন নষ্ট হয়ে যেতে পারে তাদের গোপনীয় তা মানুষের সামনে বলার কারণে। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।