দুঃসাহসী অভিযানে ডাকাত দলকে পাকড়াও করা (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


যাই হোক রুবেল বিদায় নিয়ে ঢাকা চলে যায় যাওয়ার আগের দিন রুবেল ব্যাংক থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা উঠিয়ে বাড়িতে রেখে গিয়েছে। কারণ রুবেলের বাবার ইচ্ছা বাড়িটা একটু সংস্কার করার। কারণ তারা ছেলের বিয়ে দেয়ার চিন্তা-ভাবনা করছেন। সে কারণেই বাড়িঘরটা ঠিকঠাক করতে যাচ্ছেন। রুবেল ঢাকায় পৌঁছে তার পড়ালেখায় মন দিলো। আর এদিকে তার বাবা চাচা মিলে বাড়ি ঘর ঠিকঠাক করার কাজ শুরু করে দিলো। হঠাৎ করে তিন চার দিন পরে এক সকালে রুবেলের কাছে একটা ফোন এলো।


What kinds of change steemit can bring in our society_20240508_222210_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

এতো সকালে গ্রামের বন্ধুর ফোন দেখে রুবেল ভয় পেয়ে গেলো। রুবেলের শুধু মনে হতে লাগলো নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। ফোন রিসিভ করে রুবেল হ্যালো বলতেই রুবেলের বন্ধু ওপার থেকে বলতে শুরু করলো তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। গতকাল রাতে তোদের বাড়িতে ডাকাতি হয়েছে। রুবেল ডাকাতির কথা শুনে হতবাক হয়ে গেলো। তাদের এই বাড়িটা করা হয়েছে ৭০ বছরের উপরে। কিন্তু তাদের বাড়িতে কখনো ডাকাতি হয়নি।


রুবেল প্রথমেই তার বন্ধুকে জিজ্ঞেস করলো আমার বাড়ির সবাই ভালো আছে তো? রুবেলের সেই বন্ধু বলল বাড়ির সবাই ভালই আছে। ডাকাতরা তেমন বেশি মারধর করেনি। যাইহোক রুবেল আর কথা না বাড়িয়ে সাথে সাথে তার কাপড়-চোপড় গুছিয়ে বাড়িতে রওনা দিলো। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার প্রায় সন্ধ্যা হয়ে গেলো। বাড়িতে পৌঁছেই রুবেল দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দেখতে পেল তার বাবা-মা মন খারাপ করে বসে রয়েছে। রুবেলকে দেখেই তার বাবা-মা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বাবা মা অক্ষত আছে দেখে রুবেলের বুকের উপর থেকে একটা পাথর সরে গেলো। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 3 months ago 

একটা সময় অনেকে বেশি ঘর-বাড়িতে ডাকাতি হতো। রুবেলের বাড়িতে ডাকাতি হলেও তার বাবা-মা অক্ষত দেখে সে অনেক সন্তুষ্ট হয়েছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। খুবই সুন্দর ধারাবাহিক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করতেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হঠাৎ করে ডাকাত দলের আক্রমণ আসলে মেনে নেয়ার মত ছিল না। আর রুবেল যেহেতু বাবা-মাকে একা বাড়িতে রেখে এসেছে সেই হিসেবে সে একটু চিন্তায় পড়ে গেল তার বন্ধুর কল পেয়ে। বৃদ্ধ মানুষ তারা,তাদের কিছু যদি করে ফেলে সেই হিসেবে তার দুঃচিন্তার উদয় হয়েছে। যাই হোক আজকের পর্বটা পড়ে খুব ভালো লাগলো।

 3 months ago 

ডাকাতেরা হয়তো গোপন সূত্রে খবর পেয়েছিল রুবেলদের বাড়িতে পাঁচ লক্ষ টাকা আছে। তাছাড়া এতো বড় বাড়িতে মাত্র ৪ জন মানুষ থাকে এবং সেই সুযোগটাই ডাকাতেরা নিয়েছে। যাইহোক ডাকাতেরা রুবেলদের বাসার কারো তেমন ক্ষতি করেনি,এটা জেনে খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।