বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ নিয়ে আমার বিশ্লেষণ ( দ্বিতীয় পর্ব)
স্ক্রিনশট নেয়া হয়েছে Ramiz Speaks চ্যানেল থেকে
তখনও বাংলাদেশি দর্শকেরা আশা করছিল হয়তো এই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হবে। কারণ ভারত মাত্র ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে দিয়েছিলো। তবে পিচ যে খুব একটা ব্যাটিং উপযোগী ছিল না সেটা বাংলাদেশ ব্যাটিকে নামলেই মনে হতে লাগলো। শুরু থেকেই বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমন কোন রান করতে পারেনি। দলের ছয় জন তো দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ড্রেসিংরুমে ফিরে যায়।
এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা চরম হতাশা উপহার দেয়। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা যেন ব্যাটিং করতে ভুলে গিয়েছে। টেস্ট ম্যাচে কিভাবে ব্যাটিং করতে হয় সে সম্বন্ধে তাদের মনে হয় ন্যূনতম কোনো ধারণা নেই। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ 146 রানে অলআউট হয়ে যায়। তখন ভারতের সামনে জয়ের লক্ষ দাড়ায় মাত্র 97 রানের। যেই রান তুলতে ভারত মোটেও দেরি করেনি। মাত্র ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায়। আর এরই মাধ্যমে দুই টেস্ট ম্যাচের সিরিজে ভারত দুই শূন্যতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।