চিরন্তন সত্য - মৃত্যু

in আমার বাংলা ব্লগlast month (edited)
আমরা শোকাহত ◼️

ব্যানার ক্রেডিট @hafizullah ভাই

আমরা শোকাহত 🥺
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা rme দাদা এবং প্রিয় blacks দাদার পিতার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



চিরন্তন সত্য - মৃত্যু 🙏
আমি বিশ্বাস করি, এমন অনাকাঙ্ক্ষিত খবর শুনে আমাদের সকলের হৃদয় ই দুঃখে ভারাক্রান্ত হয়েছে। আমার তো বার বার মনে পড়ে যাচ্ছে, বৃহস্পতিবার হ্যাং আউটের সময়েও শুভ ভাই দাদার সাথে কথা বলার শেষে দাদার পরিবারের সকলের ভালোর জন্য প্রার্থনা করে বললেন যেন দাদার পরিবারের সকলেই ভালো থাকে, এটাই আমাদের কাম্য। আর তার পরের দিন ই এমন একটি এনাউন্সমেন্ট পাবো, কে জানতো! আমি নিজেই এখনো সেই শোক সংবাদ এর ঘোর কাটিয়ে উঠতে পারি নি৷ তবে না জানি দাদা, দাদার পরিবারের মানুষ গুলোর কি অবস্থা!


আজ রবিবার আড্ডার বদলে মহান ব্যাক্তির বিদায়ে শোক সভা পালন করা হলো, নীরবতা পালন করা হলো। তখন ও আসলে মনটা বেশ ভারীই হয়ে ছিলো। এখনো তাই! দাদার কথাবার্তা থেকেই বোঝা যায়, উনার বাবা কতটা ভালো মানুষ ছিলেন! দাদার যে মহানুভবতার রূপ আমরা দেখি সবসময়, তা তো উনি উনার বাবার থেকেই পেয়েছেন। মানুষের উপকার করেছেন, সাহায্য - সহোযোগিতা করেছেন, বিনিময়ে কৃতঘ্নতার পরিচয় পেয়েছেন বেশির ভাগ সময়েই! তারপরেও ক্ষমা করেছেন তাদের! দাদার কথাবার্তা থেকেই জানা। যেটার প্রতিফলন আমরা দাদার মাঝেও দেখেছি বহুবার! এই মহান কীর্তিমান মানুষ টার এমন হঠাৎ প্রস্থানের খবর হয়ত একারণেই মানতে পারছি না! আমার বারবার মনে হচ্ছে, এভাবে নিজের অসুস্থতা কে অবহেলা না করলে আরো কি ভীষণ আনন্দের ভান্ডার এর দেখা পেতেন কয়েক মাস পর! সেই কথা মনে করলেই খারাপ লাগাটা আরোও বেড়ে যাচ্ছে যেন!
যদিও আমরা সকলেই জানি, মৃত্যু ই চিরন্তন সত্য! তবুও মানতে পারি না কেন সহজে! একজন মানুষ, হুট করে আর ডাকবে না, আর কথা বলবে না, মানুষ টাকে আর চাইলেও দেখা যাবে না- এই শূন্যতা আজীবনের! এই শুন্যতা পৃথিবীর আর কোন কিছু দিয়েই পূরনীয় নয়! তবে আমার দৃঢ় বিশ্বাস, এই পৃথিবীতে করা সকল ভালো কাজের ফলাফলে উনি অবশ্যই পরপারে সবচেয়ে সম্মানজনক স্থানেই থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। পরিশেষে বলি, কীর্তিমানের মৃত্যু হয় না! যিনি এমন সুযোগ্য উত্তরসূরী বানিয়ে গেছেন, তিনি তাদের কর্মের মাঝেও বেঁচে থাকবেন আরোও অনেক দীর্ঘ সময়!

দাদার পরিবারের সকলের জন্য ভালোবাসা ছাড়া এই শোকের বিপরীতে আমার কিছুই বলার ভাষা নেই। উপরওয়ালার কাছে প্রার্থনা করি, তাদের এই শোক সহ্য করার শক্তি দিক। সকলে যেন আবার আগের মতোন স্বাভাবিক হতে পারেন।



এছাড়াও, সুমন ভাই এর পিচ্চি বাবুটার কথা জেনেও বেশ খারাপ লাগলো। উনার বাবুর জন্যও মন থেকে অনেক অনেক দোয়া। দ্রুত সুস্থতা লাভ করে মা-বাবারর বুকের ধন মা -বাবার বুকে আসুক। আমরা সকলেই যার যার অবস্থান থেকে সকলেই সকলের জন্য যেন প্রার্থনা/ দোয়া করি। সকলে মিলে ভালো থাকাতেই প্রকৃত আনন্দ!

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

পরিবারের শোক। আমার মা বলেন শোক ভাগ করে নিলে কমে যায়৷ কিন্তু এ ঘটনা তো আর ভোলার নয়৷ এই অনুপস্থিতিকেই সময়ের সাথে সাথে অভ্যেসে পরিবর্তন করতে হবে৷ এটাই জগতের নিয়ম। দাদাও সামলে উঠবেন এই আশাই রাখি।

 last month 

এই শোক আমাদের সকলকেও ছুঁয়েছে বটে, তবে দাদার পরিবারের এই শোক তো আমরা ভাগ নিতে পারছি না ওভাবে! দাদার পরিবার যেন এই শোক সামলে নিতে পারেন, স্বাভাবিক হতে পারেন সেই প্রার্থনাই রইলো দিদি!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রত্যেক টি প্রাণী কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।এই একথা টি কেউ অস্বীকার করতে পারবে না। তবে দাদার এই অনাকাঙ্ক্ষিত শোকে আমরা সকলেই শোকাহত। তবে সব সময় আনকেলের জন্য দোয়া এবং আশির্বাদ থাকবে। আশা করছি দাদা খুবই তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে।

 last month 

প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার নেই ভাই। আমাদের সকলেরই এখন এটাই কামনা!

 last month 

সত্যি দিদি আমরা নিজেরাও এখনো পর্যন্ত এই শোক থেকে উঠতে পারতেছি না। জানি না দাদা আর তার পুরো পরিবারের কি অবস্থা। সুমন ভাইয়ার বাবুর কথা শুনে আমার নিজের কাছেও অনেক খারাপ লেগেছে। বাবুর দ্রুত সুস্থতা কামনা করি। দাদার বাবার আত্মার শান্তি কামনা করি। আর এটাও কামনা করে যেন উনার পুরো পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য ধরার জন্য ক্ষমতা দেয়। বিষয়গুলো যতই মনে পড়তেছে ততই খুব খারাপ লাগতেছে। সবকিছু কিরকম হয়ে গেল নিমিষেই। শোকের ছায়া নেমে এসেছে আমাদের এই কমিউনিটিতে।

 last month 

আসলেই আপু! আমাদের ই এই অবস্থা, তাহলে দাদা ও তার পুরো পরিবার না জানি কিসের ভেতর দিয়ে যাচ্ছেন! উপরওয়ালা সহায় হোন।

 last month 

যার বাবা হারিয়েছে সে ই বুঝতে পারে বাবা হারানোর কষ্টটা কত বেশি হয়ে থাকে। দাদার মনের অবস্থা কিছুটা হলেও এ জন্য উপলব্ধি করতে পারতেছি। মৃত্যু আসলেই চিরন্তন সত্য। এই সত্যটাকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। কার মৃত্যু কখন কিভাবে হবে এটা আমরা কেউই বলতে পারব না। তবে একটা সুস্থ মানুষ হঠাৎ করে চলে গেলে, সেই কষ্টটা মেনে নেওয়া যায় না। দাদা আর তার পুরো পরিবারের কথা ভাবতেই অনেক কষ্ট লাগতেছে। তাদের মনের অবস্থা কতটাই না খারাপ।

 last month 

আমি প্রথমে আমাদের প্রিয় দাদার বাবার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি। এবং উনার আত্মার শান্তি কামনা করছি। আসলে মৃত্যুই চিরন্তন সত্য আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং ভাইয়ের বাবুটার জন্য আমি সুস্থতা কামনা করছি। বাবুটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ভালো লাগলো সুন্দর একটি পোষ্ট দেখে।

 last month 

আমি বিশ্বাস করি, প্রার্থনার অনেক শক্তি। তাই প্রার্থনার উপর বেশ জোর দেই আমি।

 last month 

আসলেই দাদার মুখ থেকেই শোনা তিনি অনেক ভালো মানুষ ছিলো।তবে আমাদের সকলেরই কাম্য যেখানে থাকুক না কেন ভালো থাকুক।কিছু কিছু শোক সহ্য করার মত না তবুও করতে হয়।সৃষ্টিকর্তা যেন দাদাদের এবং পরিবারের শোক কাটানোর ক্ষমতা দেন।

 28 days ago 

সেটাই আমাদের সকলেরই কাম্য আপু।

 last month (edited)

ফিচার পোস্টে এটিকে দেখে সম্পূর্ণ পোস্টটি পড়তে এলাম। সত্যিই ভীষণ ভালো লিখেছেন। দাদার এই দুঃসময়ে এমন সুন্দর করে লেখা পোস্ট ভীষণ মূল্যবান। মৃত্যুকে অমোঘ সত্য দেখিয়ে যেভাবে আপনি ব্যাখ্যা করলেন তা সত্যিই প্রশংসনীয়। মৃত্যু তো আসবেই। তবু আমরা হাসতে শিখি, গাইতে শিখি, নাচতে শিখি। আসলে জীবন এক রঙ্গমঞ্চ। এখানে সবটাই এক পরিপাটি অভিনয়।

 28 days ago 

আসলেই জীবন এক অদ্ভুত রঙ্গমঞ্চ! আপনার সুন্দর মতামতের জন্য ভালোবাসা।

 last month 

প্রত্যেককেই মৃত্যু বরন করতে হবে । এটা চিরন্তন সত্য ।কিন্তু কিছু কিছু মৃত্যু এমন হঠাৎ ঘটে যে মেনে নেয়া কস্টকর। আমরা সবাই এই মৃত্যুতে শোকাহত। প্রার্থনা করি ওপারে তিনি যেনো ভালো থাকেন। আর দাদার প্রিবার যেন সেই শোক কাটিয়ে উঠতে পারেন।

 28 days ago 

সেটাই আমাদের সকলের চাওয়া আপু।

 last month 

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। এই নির্মম সত‍্যটা আমরা জানার পরেও কেন জানি বিশ্বাস করতে পারি না। আমাদের প্রিয় মানুষের চলে যাওয়া কোনভাবেই আমরা মেনে নিতে পারি না। দাদার জন্য তার পরিবারের জন্য এই সময় টা অনেক কঠিন। কীভাবে যে তারা অতিবাহিত করছে সৃষ্টিকর্তা জানে। মূহূর্তের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে গেল।

 28 days ago 

আসলেই ভাই। কিছু কিছু সত্য জানা সত্তেও মেনে নেয়া ভীষণ কঠিন৷ ভীষণ ই অসহায় লাগে এমন পরিস্থিতি তে।