শুভ জন্মদিন " আমার বাংলা ব্লগ "

in আমার বাংলা ব্লগlast month

|| আজ ১১ জুন, ২০২৪। রোজ: মঙ্গলবার ||



হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি! আমার বিশ্বাস, আজ আমাদের এই প্রিয় কমিউনিটির প্রত্যেকটা মানুষের জন্যই একিটা বিশেষ দিন, স্পেশাল দিন। স্পেশাল একটি দিনে কেউ চাইলেও খারাপ থাকার কোন সুযোগ ই নেই! আজকেই সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের প্রিয় কমিউনিটির ৩য় বর্ষপূর্তি!! আমি একটু বেশি এক্সাইটেড, কারণ এটিই আমার জন্য প্রথম বর্ষপূর্তির আয়োজন।


ব্যানার ক্রেডিট : @hafizullah ভাই

প্রথমেই আমি আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকলকেই জানাই প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা, rme দাদা, উনি আসলেই ধন্যবাদ এর অনেক উর্দ্ধে! দাদার সম্পর্কে আসলে একটা কথাই মাথায় ঘুরে, উনি ঠিক মায়ের মতই ভালো! একটা পরিবারে মা যেমন তার সকল সন্তানের চাহিদামতো সব কিছু করতে পারেন, এমনকি সন্তানরা যখন মুখ ফুটে কিছু নাও বলে, তখনো একজন মা ঠিক ই বুঝতে পারেন তার সন্তানের কী প্রয়োজন। rme দাদা ঠিক তেমন ই! এর চেয়ে বেশি কিছু প্রকাশ করার ক্ষমতা আমার নেই। rme দাদা, তনুজা বৌদি, blacks দাদা, স্বাগতা দিদি এবং সাথে আমাদের সকল সম্মানিত এডমিনস এবং মডারেটরদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাই। তাদের প্রতিনয়ত অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ " আমার বাংলা ব্লগ" একটি কমিউনিটি থেকে বৃহৎ একটি যৌথ পরিবার হিসেবে গড়ে উঠেছে। এখানে কারোর ভুমিকাই কম নয়!


আমার জার্নিটা শুরুর অনেক আগে থেকেই আমার দিদিভাই @bristychaki এর কাছে অনেক প্রশংসা শুনতাম এই কমিউনিটি সম্পর্কে। তবে সত্যি কথা বলতে, কাজ শুরু করার আগে, একটা অনলাইন বেইজড কমিউনিটির এত এত প্রশংসার কোন মানে খুঁজে পেতাম না! তবে যখন নিজে কাজ করা শুরু করলাম, তখন ই ধীরে ধীরে কারণ গুলো পরিষ্কার হতে থাকলো! আমার ব্লগিং সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া ছিলো না। abb school সব শিখিয়ে পড়িয়ে যোগ্য করে তুললো তাও আমাদের চাওয়ার আগেই! এতগুলো মানুষের একটি কমিউনিটি, যেখানে মাত্র দুজন মানুষ ছাড়া আর কাউকেই ব্যক্তিগত ভাবে চিনি না। অথচ তাদের সাথে যখন কথা বলা শুরু হলো, ইন্টারেকশন শুরু হলো.... বিশ্বাস করুন, আমার এক মুহূর্তের জন্যও কখনো, কোনদিন আনইজি লাগে নি, অস্বস্তি লাগে নি কারোর কোন কথায়! এতগুলো মানুষ, তবে সকলেই কী ভীষণ সাপোর্টিভ!! এবং সকলেই কী ভীষণ পজেটিভ ভাইভ দেয়। একজন আরেকজনকে ভীষণ রকমের উৎসাহ দেন, সে যতই নতুন মেম্বার ই হোক না কেন!! এটাই বোধ হয় এই কমিউনিটির সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বেশি পজেটিভ দিক!

আরেকটা বিষয় নিয়ে না বললেই নয়- সেটা হচ্ছে লুকায়িত সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটানোর জায়গাটা এই পরিবার আমাকে দিয়েছে। এই পরিবারের সদস্য না হলে আমার কখনো লীফ- আর্ট চেষ্টাও করা হতো না! সেখানে যার দেখে আমি লীফ আর্ট শুরু করি, মোস্তাফিজুর ভাই, উনি নিজেও আমার লীফ আর্ট এর প্রশংসা করেছেন! এটাও কম পাওয়া নয়!

আবার সব থেকে বড় কথা, আমার নতুন পরিচয় গড়ে উঠেছে এই কমিউনিটিতে! মানুষ আসলে এমন এক প্রাণী, যার নিজস্ব আইডেন্টিটি প্রয়োজন হয়! এই যে এখানকার মানুষ আমাকে আমার কবিতা আবৃত্তির মাধ্যমে চিনেন, প্রতি সপ্তাহেই ৭০-১৫০ জন বা তারও বেশি মানুষ আমার কবিতা আবৃত্তি শুনেন, ভালোবাসেন- এই বিষয় টি গত ১ বছরে আমার জীবনের সবথেকে বড় পাওয়া! নিজস্ব আলাদা একটা পরিচয় দিয়েছে এই পরিবার! আমি সকলের কাছেই কৃতজ্ঞ 🙏🙏


যাই হোক, আর কথা বাড়াবো না। ৩য় বর্ষপূর্তি উপলক্ষে যে আনন্দে সকলের মন ভাসছে, সেই আনন্দকে উপজীব্য করেই এই কমিউনিটি হয়ে উঠুক আরোও শক্তিশালী, আরও সমৃদ্ধ। আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে অনেক অনেক শুভকামনা, আমার বাংলা ব্লগ এর উত্তোরোত্তর সাফল্য কামনা করি । আমার বাংলা ব্লগ দীর্ঘজীবী হোক।

এই ছিলো আমার আজকের আয়োজন। আমার বাংলা ব্লগ আমাদের সকলের জীবনকেই নানা রঙে রাঙিয়ে দিয়েছে। আমরাও চাই, আমার বাংলা ব্লগ এর আগামীও আরোও সমৃদ্ধ, আরোও শক্তিশালী হোক! আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

এই কমিউনিটি থেকে আসলেই আমরা অনেক কিছু পেয়েছি যা বলে বোঝানো সম্ভব নয়। আপনার মত আমার কাছে ও এবিবি স্কুলের বিষয়গুলো খুবই ভালো লেগেছিল কারণ সেখান থেকেই সকল শিক্ষা পেয়েছি এবং পরবর্তী সময়ে আমাদের ব্লগিং ক্যারিয়ার টা আরো সুন্দর করতে পেরেছি।

 last month 

শুরুতেই সবকিছু শিখিয়ে পড়িয়ে যোগ্য করে নেয়ার কারণেই পথচলা অনেক সহজ হয়ে গেছে আমাদের। ❤️

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমার বাংলা ব্লকের জন্মদিন উপলক্ষে উইশ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আশা করব এভাবে প্রত্যেকটা বছর এই সুন্দর দিন আমাদের মাঝে ফিরে আসবে। আর আমরা সবাই খুবই আনন্দের সাথে দিনটাকে উদযাপন করতে পারব।

 last month 

সেই প্রত্যাশাই রইলো আমারও আপু! ❤️

 last month 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ ❤️ এই কমিউনিটিতে যে সকল ইউজার যুক্ত হয়েছে তারা সকলেই অনেক সৌভাগ্যবান বলে আমি মনে করি।দাদার মতো মানুষ সাথে আরও এডমিন মডারেটর সবাই অনেক আন্তরিক যা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় বলে মনে হয় না।আমাদের প্রিয় কমিউনিটি আরও অনেক অনেক বড় হোক এবং গোটা পৃথিবীর পরিচিতি পাক এই প্রার্থনা করি সবসময়ই।সুন্দর অনুভূতি গুলো প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ মনা।❤️

 last month 

সত্যিই তাই! আমার এখন মনে হয় আরো আগে কেন জয়েন হলাম না!

 last month 

আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আপনি আপনার চমৎকার কিছু অনুভূতি শেয়ার করলেন দিদি।আপনার অনুভূতি গুলো যেনো আমাদের সকলের ই অনুভূতি। এই কমিউনিটিতে নিজের একটা পরিচয় সত্যি বড় একটি পাওয়া।নিজেকে একজন ভেরিফাইড মেম্বার ভাবতে সত্যি ই ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এমন দারুণ মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালোবাসা নিবেন।