You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪ || শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি
আমার বাংলা ব্লগ সবসময়ই ইউজারদের প্রতিভা এবং সৃজনশীলতা কে মূল্যায়ন তো করেই। পাশাপাশি ইউজারদের সৃজনশীলতা কে আরো কয়েক ধাপ এগিয়ে নেয়ার জন্যই যেন এমন দারুণ দারুণ বিষয় এর উপর প্রতিযোগিতা আয়োজন করে থাকে। ইউজারদের ইফতারের সময়ে নানা রকমের আইটেম এর পাশাপাশি নকশী পিঠাও স্থান পাচ্ছে, এটা চিন্তা করেও তো বেশ ভালো লাগা কাজ করছে! আশা করছি অন্যান্য বারের মতো এবারের প্রতিযোগিতাতেও অনেক নতুনত্বর দেখা পাবো।