You are viewing a single comment's thread from:

RE: কবিতার বই হাতে একটি সন্ধে।। বই রিভিউ।। টেরাকোটার আঙুল।।

in আমার বাংলা ব্লগ2 months ago

কি সুন্দর সাবলীল রিভিউ করেছেন দিদি! পড়েও শান্তি, আবার টেরাকোটার আঙুল বইটি না পড়ার অশান্তি দুটোই কাজ করছে! আমাদের পরিচিত একজন শব্দসৈনিক এর ই লেখা বই! কী দারুণ অর্থবহ, চিন্তাশীল একেকটি লাইন! আর বইয়ের উৎসর্গ থেকে সমাপ্তি সবেতেই শব্দের খেলা মনে হলো! আর কভারটিও বেশ দারুণ! সত্যিই পড়ার আগ্রহ জমছে ভীষণ!

Sort:  
 2 months ago 

আপনি বললেন ভালো লাগল। নইলে নিজের লেখা নিজের কাছেই মাঝে মাঝে দুর্বোধ্য হয়ে যায়৷ ভাবি আমি যা লিখলাম তা কি আমিই বুঝছি না? হা হা হা

তবে সত্যিই এই বইটি আমার কাছে কবিতার সম্পদের মত। কবি তো ভালো লেখেনই। কিন্তু লেখাগুলো এদিক ওদিক পড়ে থাকলে একরকম লাগে আর ছাপা হয়ে গেলেই যেন সেজে ওঠে। সেই সাজসরঞ্জামে শব্দেরই খেলা। কবিতার নিউ জেনারেশন শব্দের খেলার দিকেই ইঙ্গিত করে। ভালো থাকবেন দিদি।