এটা অবশ্য একদম ঠিক বলেছেন, যত বেশি মানুষ, তত বেশি কথা, তত বেশি রটনা!! মানুষ সবাই চায় তাদের চিন্তামতোই যে কোন জিনিস হোক, কিন্তু সেটা তো সম্ভব না। আর যত মুনি, তত মত! খোঁজ খবর নেয়া, যোগাযোগ রাখা ঠিক আছে। তবে সমস্ত কিছু শেয়ার না করাই ভালো। কার মনের ভেতর কি চলে, সেটাও তো বাইরর থেকে বোঝা মুশকিল, যতই আত্নীয় হোক না কেন!