শুধু আপনি একা না, এমন ভাবনা কম বেশি আমরা সকলেই ভাবী! একই কারণেই ভাবী! শীতের সময়ে তীব্র শীতের ভোগান্তি, আবার গরমের সময়ে তো গরমের তাপে টেকা মুশকিল! আসলে আমরা নিজেরাই তো দ্বায়ী এমন আবহাওয়ার পরিবর্তন এর জন্য! নইলে আমাদের ছোটবেলাতেও তো আমরা ষড় ঋতুর দেখা পেয়েছিলাম! তবে পরবর্তী প্রজন্মকে দেখাতে পারছি না- এটা আমাদের ই ব্যার্থতা!