নতুন নতুন রান্না ট্রায় করার চেষ্টা করি আমিও। আমার চোখেও পরেছে একজনের ভিডিও সীমপাতা ভর্তার। তবে সিম গাছ যেহেতু আশেপাশে নেই, স্বাদ তো নিতে পারলাম না। তবে রান্না টা দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। রঙটাও বেশ এসেছে কিন্তু! কখনো সুযোগ হলে খাওয়ার অপেক্ষায় রইলাম।