এমন অনেক ঘটনাই ঘটে আপু, শুরুতে মনে হয় যে ভালোই হবে, কিন্তু পরে দেখা যায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনার অনেক লেখাতেই পড়েছি যে ভার্সিটি টা বেশ দূর হয়ে যায়। আপনার শরীর যেহেতু সাপোর্ট দেয় না সবসময়, আশেপাশে কোন মেস থাকলে একটা সীট নিয়ে রাখলে আশা করছি ব্যাক আপ হিসেবে ভালো হবে। যদি সে সুযোগ থাকে! আদৌ আছে কি না, সেটা তো জানি না।