রূপান্তরের গল্প

নতুন একটি দিনের অপেক্ষায়-(প্রথম পর্ব)

IMG_20240706_035913.png
আসসালামুআলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।আজ আমি আপনাদের মাঝে একটি রূপান্তরের গল্প নিয়ে এসেছি।

মাঝে মাঝে জীবন এমন বাঁকে নিয়ে যায় যেখানে সবকিছু নতুনভাবে শুরু হয়। কুন্তলা বিশ্বাস তার জীবনে এমন এক সময় পার করছিলেন। একসময় সে শহরের এক নামকরা স্কুলের শিক্ষক ছিলেন। জীবন ছিল নির্দিষ্ট এবং মসৃণ। প্রতিদিনের নিয়মিত রুটিন, ছাত্রছাত্রীরা, তাদের প্রশ্ন, তাদের উত্সাহ—সবকিছুই ছিল তার জীবনের অংশ। কিন্তু হঠাৎ করেই এক দুর্ঘটনা সবকিছু পাল্টে দিল।

সেই দুর্ঘটনায় তার বাম হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলেন কুন্তলা। হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে থাকতে তার মধ্যে এক ধরনের হতাশা এসে বাসা বাঁধে। ভাবতে থাকেন, জীবনের এই অবস্থায় তিনি কীভাবে স্কুলে ফিরে যাবেন? কীভাবে ছাত্রছাত্রীদের সাথে কাজ করবেন?

তবে, সময়ের সাথে সাথে তার মনোবল ফিরে আসতে শুরু করল। একদিন বিকেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি দেখলেন একদল পাখি আকাশে উড়ছে। তাদের মুক্ত উড়ান দেখে কুন্তলার মনের ভিতরেও কিছু একটা জেগে উঠল। তিনি ঠিক করলেন, হতাশায় ডুবে না থেকে, তিনি তার জীবনের নতুন পথ খুঁজে বের করবেন।

কুন্তলা নানাভাবে চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অবশেষে, একদিন তার মনে হলো, তিনি লেখালেখি শুরু করতে পারেন। তার সমস্ত অভিজ্ঞতা, তার ভালোবাসা, তার দুঃখ—সবকিছু তিনি কলমের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। কিন্তু সমস্যাটি ছিল, তিনি বামহাতি ছিলেন, আর সেই হাতই দুর্ঘটনায় অবশ হয়ে গিয়েছিল।

আজ আমি এখানে শেষ করছি।পরবর্তী পর্ব নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার সুস্থতা কামনা করছি।

                                        ধন্যবাদ