থ্রিডি আর্ট । ১০% লাজুক খ্যাকের জন্য) by @tuhin002
আমি @tuhin002
from Bangladesh
২৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।
১৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
made by-@tuhin002
Device- poco M2
আজ আবার আমি প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে থ্রিডি আর্ট তৈরি করার ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু করতে।জানিনা আমি কতটুকু সফলতা অর্জন করতে পারছি।তবে একদিন ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে থ্রিডি আর্ট শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
|
---|
থ্রিডি আর্ট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। মোটামুটি থ্রিডি আর্ট করতে খুব একটা সময় লাগে না। খুব সহজে এটি করা যায়। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে থ্রিডি আর্ট তৈরি করতে। এবং ওই তৈরিকৃত থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি।আজকেও আপনাদের সামনে একটি থ্রিডি আর্ট শেয়ার করতে যাচ্ছি।জানিনা কতটুকু ভালো হয়েছে। তারপরও আমি চেষ্টা করেছি সর্বোচ্চ টুকু দিয়ে থ্রিডি আর্টটি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার জন্য
প্রয়োজনীয় উপকরণ |
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ
প্রথমে আমি ৮.৫সে.মি মাপ নিয়ে একটি বর্গ এঁকেছি।
২য় ধাপ
এরপর আমি এই বর্গা আকৃতির মধ্যে নয়টি দাগ কেটে নিয়েছি।
৩য় ধাপ
এরপরে জেল পেনের কালি দিয়ে ওই দাগ গুলো আমি একটু গাঢ় করে নিয়েছি।
৪র্থ ধাপ
এরপর আমি জেল পেন দিয়ে এক ঘর পর পর গাঢ় করেছি।
৫ম ধাপ
এই ধাপে আমি গর্ত বিভ্রমটি সম্পূর্ণরূপে জেল পেন দিয়ে এক ঘর পর পর গাঢ় করে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ
এরপরে গর্ত বিভ্রমটির বাস্তবে রূপ এবং আলোর প্রতিফলনের জন্য পেন্সিল দিয়ে হালকা করে ঘষে নিয়েছি ।
৭ম ধাপ
গর্ত বিভ্রমটি সম্পন্ন হওয়ার পরে আমি নিজের হাতের একটি সিগনেচার দিয়েছি।
৮ম ধাপ
আমার সিগনেচার সহ সম্পূর্নরূপের একটি গর্তবিভ্রমের ছবি তুলেছি।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।আল্লাহ হাফেজ।
আজ এই পর্যন্ত।সবাইকে অনেক ধন্যবাদ
device | poco M2 |
---|---|
Location | Meherpur |
Photograpy | থ্রিডি আর্ট |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ভাইয়া ৮.৫সে.মি মাপের খুব সুন্দর একটি থ্রিডি আর্ট দেখলাম। প্রত্যেকটি ধাপে ধাপে আমরা থ্রিডি আর্টের সুন্দর্যটা দেখলাম। থ্রিডি আর্ট করতে অনেক সময় ব্যায় করতে হয়। খুব সর্তকতার সাথে চিন্তা ভাবনা করে আর্টটি সম্পূর্ন করতে হয়। এই থ্রিডি আর্টে আপনার মেধার যাচায় হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন একটু মেধা তো দরকার হয়েই থাকে।
চমৎকার একটা থ্রিডি আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আমি তো থ্রিডি আর্ট এর নাম শুনলেই ভয় পাই কিন্তু জানতাম না যে এটা এত সহজেও তৈরি করা যায়। দেখি খুব তাড়াতাড়ি এই ধরনের থ্রিডি আর্ট করার চেষ্টা করব।
চেষ্টা করতে থাকো অবশ্যই পারবে।
থ্রিডি আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। থ্রিডি আর্ট গুলো একটু ভুল হলে সব শেষ হয়ে যায়। অনেক ধৈর্য্য সহকারে এই সব থ্রিডি আর্ট করতে হয়। আপনার থ্রিডি আর্ট দেখে অনেক ভালো লাগলো। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন একটু এদিক ওদিক হলে আবার করা লাগে।
থ্রিডি অংকন গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার থ্রিডি অংকন আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে অংকনটি আমাদের মাঝে তুলে ধরলেন, সুন্দর হয়েছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে নিজের পেছনে ভালো লাগলো ধন্যবাদ।
বাহ্ ভাই খুব সহজে সুন্দরভাবে একটি থ্রিডি আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন। থ্রিডি আর্ট দেখলে আসলে মনের ভিতরে আলাদা একটা ফিল দেয়। আপনার থ্রিডি আর্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর থ্রিডি আর্টের প্রসেসটি শেয়ার করার জন্য।
আসলে এ ধরনের আর্টগুলো করতে অনেক সহজ কিন্তু দেখতে অনেক ভালো লাগে।
আপনার থ্রিডি আর্ট চমৎকার হয়েছে। আসলে থ্রিডি দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আপনাদের মতো হয়তো এতো সুন্দর করে আঁকতে পারি না। তবে আপনাদের দেখে চেষ্টা করি একদিন সফল হবোই।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।
ভালো হোক বা খারাপ হোক সেটা বড় কথা নয় চেষ্টা করেন অবশ্যই ভালো করতে পারবেন।
আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন এটা খুব ভালো কাজ।চেষ্টা করতে করতে নতুন কাজে সফলতা আসবে।আপনার থ্রি ডি আর্ট টি দেখতে খুব ভালো লাগছে।জেল পেন দিয়ে হাইলাইট করাতে পুরো ডিজাইন টি আরও বেশি ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে।
ইউটিউব দেখে একদিন একটা থ্রি-ডি মই আর্ট করতে গিয়েছিলাম।অনেকবার ঘষামাজা করেও পারিনি।
আপনার এই আর্টটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।আরেকবার চেষ্টা করবো ভাবছি।শুভ কামনা রইলো।
বারবার চেষ্টা করেন অবশ্যই সফল হবেন।
থ্রিডি আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি ধাপে ধাপে পর্যায় ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনার আট অনেক নিখুঁত হয়েছে। এ ধরনের আর্টিস্ট করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এতো সুন্দর আর্টিস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধৈর্য এবং সময় নিয়ে করলে অনেক কিছুই করা সম্ভব হয়।
আপনার থ্রিডি চিত্র অংকন অনেক ভালো লাগলো আমার। খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, চিত্রটি অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাইয়া