জীবন একটি মরীচিকা
মরীচিকা বিষয়টা কি সেই বিষয়ে আমরা সকলেই মোটামুটি ধারণা রাখি। সাধারণত যেসব বিষয়গুলো বাস্তবে নয় বরঞ্চ বিভিন্ন ধরনের ইল্যুশন সৃষ্টি করে তাদেরকেই আমরা মরীচিকা বলি। এই মরীচিকা সাধারণত মরুভূমিতে দেখতে পাওয়া যায়। যেখানে যারা অত্যন্ত পিপাসায় জর্জরিত থাকে তারা হুট করেই আশেপাশে বিভিন্ন জলাবদ্ধ স্থান দেখতে পারে। এই বিষয়টিকেই প্রথমে মরীচিকা হিসেবে ধারণা করা হয়, এর আরো অনেক উদাহরণ রয়েছে।
আমাদের এই জীবন মরীচিকা থেকে কম নয় বরঞ্চ মরীচিকার থেকেও বেশি জটিলতর বলে আমি মনে করি। এর একটি ব্যক্তিগত কারণ আমি আপনাদের কাছে শেয়ার করি। মরীচিকা হয়তো এক দুই জনের মানুষের মধ্যে হয়ে থাকে। ধরুন কয়েকজন বন্ধু মিলে আপনারা মরুভূমিতে ঘুরতে গিয়েছেন এবং হারিয়ে গিয়েছেন। পরবর্তীতে দুই একজনের মরীচিকা হল এবং তারা তৃষ্ণার চটে আশেপাশে বিভিন্ন ধরনের মরীচিকা দেখতে লাগলো কিন্তু এটা সবার ক্ষেত্রেই হবে বিষয়টা কিন্তু এমন নয় বরঞ্চ যারা খুব বেশি তৃষ্ণার্ত এবং নিজের শরীরে সাথে আর পেরে উঠছে না শুধুমাত্র তারাই এই মরীচিকা গুলো তাড়াতাড়ি দেখতে পারবে। অন্যান্য বন্ধুরা কিন্তু সেই বিষয়টি তখন অনুধাবন করতে পারবে, যেটা তার মরীচিকা নামক একটি ভয়ানক বিষয়ে জরিয়ে পরছে।
কিন্তু অপর প্রান্তে যখন আমরা এই জীবন এবং বাস্তবতাকে একত্রিত করি তখন আমরা অনেকেই এই বিষয়গুলো বুঝে উঠতে পারি না। কারণ কার মনের মধ্যে কি রয়েছে, কে আমাদের প্রকৃত বন্ধু কিংবা কে আমাদের প্রকৃত শত্রু এই বিষয়গুলো আমরা মাঝে মাঝে অনুধাবন করতে পারি না। আমি যার ফলে এই বিষয়টা মরীচিকার থেকেও ভয়ানক বলে মনে করি।
তাই জীবন একটি মরীচিকা কিংবা এর থেকেও ভয়ানক একটি বিষয়। এ বিষয়ে আর কোন সন্দেহ নেই। আমরা যখনই কোন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব তখন সেই বিষয়ে বারবার বিবেচনা করা উচিত তাহলেই হয়তো আমরা এই বিষয় থেকে একটি হলো রেহাই পেতে পারি। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনার সাথে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।