চেনা মানুষের অচেনা রূপ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে কিছু কিছু ব্যাপার আমার বড্ড ভয় করে এবং ওই ব্যাপারগুলো থেকে আমি নিজেকে যতো বেশি দূরে রাখতে পারি। ততোটাই আমার মনে হয় যে আমি ভালো আছি ঠিক তেমন একটি ব্যাপার হলো আমাদের খুব পরিচিত, আমাদের খুব আপন। অর্থাৎ আমার খুব আপন চেনা মানুষের অচেনা রূপ যেটা আমি কখনো এক্সপেক্ট করি না সেটা যখন আমার সামনে চলে আসে। তখন সেটা মেনে নেওয়া অনেক কষ্টকর হয়ে যায়।

আমরা সব সময় কোনো একটা মানুষের এক ধরনের রূপ, এক ধরনের অভ্যাস, এক ধরনের বদ অভ্যাস দেখতে দেখতে বড় হই। অর্থাৎ তাদের সাথে চলি, তাদেরকে সঙ্গ দেই, তাদের সঙ্গী হই। কিন্তু হুট করেই যখন ওই চেনা মুখটি অচেনা কোনো আচরণ শুরু করে দেয়, অচেনা কোনো রূপে চলে যায়। তখন সেটা যেনো মনে হয় তাসের ঘরের মতো ভেঙে যাওয়া কোনো ঘরের আর্তনাদ। যে আর্তনাদ ঘুমরে ঘুমরে মরে ঘরের প্রতিটি কোনায় কোনায়।

আমার কাছে বোধহয় আমরা এই অবস্থার সাথে কিংবা এই পরিস্থিতির সাথে সকলেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন সংযুক্ত হয়েছি। অর্থাৎ এই যে আমরা কোনো একটা মানুষকে এক রকম ভাবি, আজীবন এক রকম থাকে। কিন্তু হুট করেই কি থেকে কি হয়ে যায় আমরা বুঝতেই পারি না। হুট করেই ওই চেনা মানুষ, ওই ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যায়। সে সাথে বদলে ফেলে নিজের সেই চিরচেনা রূপ। ওই রূপ বদলানোতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো ওই রূপ বদলানোটা কেনো যেনো আমি কোনো ভাবেই মানতে পারি না। অর্থাৎ মানুষ যে বদলাতে পারে। দিনের পর দিন চলে যাওয়ার পরে হুট করেই যে মানুষের অভ্যাস বদলে যায়, মানুষের চয়েজ বদলে যায় এই ব্যাপারগুলো আমি কেনো যেনো সহজেই মেনে নিতে পারি না। তাই আমার কাছে খুব আপন মানুষগুলোর জন্যে সব সময় কেমন একটা ভয় ভয় করে। কারণ যদি তারা হুট করে বদলে যায় তখন সেটা মনকে বোঝানো খুব কঠিন হয়ে যাবে আমার জন্য।

ABB.gif